ভারত-পাকিস্তান ম্যাচে বাজি ধরে ১০ কোটি টাকা জিতলেন কানাডার সংগীতশিল্পী

কানাডার র‌্যাপার ড্রেকইনস্টাগ্রাম

কানাডার র‍্যাপার ড্রেক ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাজি ধরে বিরাট অঙ্কের টাকা জিতেছেন। আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচেও বাজি ধরেছিলেন ড্রেক। কোনো ক্রিকেট ম্যাচে সেটিই ছিল ড্রেকের প্রথম বাজি ধরার অভিজ্ঞতা। প্রথম বাজিতেই তিনি ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা) জিতেছিলেন।

আরও পড়ুন

এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও ভাগ্য ছিল ড্রেকের পক্ষে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, এ ম্যাচে তিনি ভারতের জয়ের পক্ষে ৫ লাখ ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৬১ লাখ টাকা) বাজি ধরেছিলেন। ভারত রোমাঞ্চকর ম্যাচটি জিতেছে ৬ রানে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে জিতেছে পাকিস্তান
এএফপি

ড্রেক এই ম্যাচে বাজি ধরে জিতেছেন ৭ লাখ ১৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৬৭ লাখ টাকা)। তাঁর লাভ হয়েছে ২ লাখ ৪ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪ লাখ টাকা)।

ড্রেক সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতের পক্ষে বাজি জেতার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কানাডিয়ান সংগীতশিল্পীর খেলায় বাজি ধরার খবর নতুন নয়। ফুটবল, এনএফএলে তিনি নিয়মিত বড় অঙ্কের টাকা বাজি ধরেন। এবার তাঁর মনোযোগ ক্রিকেটে।

আরও পড়ুন

গতকাল নিশ্চয়ই ভারতীয় সমর্থকদের সঙ্গে ড্রেকও রোহিতদের জয় উদ্‌যাপন করেছেন। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা দল ভারত পাকিস্তানের পেসারদের বোলিংয়ে বেশি দূর যেতে পারেনি। ১৯ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে রোহিত-কোহলিরা টেনেটুনে করেছে ১১৯ রান।

কে জানত, নাসাউ কাউন্টির অসম বাউন্সের উইকেটে এ রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। পাকিস্তান শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে করেছে ১১৩ রান। ভারত শেষ পর্যন্ত জিতেছে ৬ রানে। ম্যাচসেরা হয়েছে ভারতের পেসার যশপ্রীত বুমরা।

আরও পড়ুন