৪ নয়, আগের দিন ৫ উইকেট নিতে চেয়েছিলেন মোস্তাফিজ

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোস্তাফিজক্রিকেট আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। আজ শেষ ম্যাচের একাদশে ফিরেছেন। মোস্তাফিজকে জায়গা দিতে বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তবে সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হতে দেননি মোস্তাফিজ। নিজের ফেরার ম্যাচে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাঁহাতি এই পেসার জিতিয়েছেন বাংলাদেশকে। আর নাটকীয় এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতেছে তামিম ইকবালের দল।

প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে মোস্তাফিজের হাতেই। পুরস্কার নিতে আসা মোস্তাফিজের সঙ্গে দোভাষীর ভূমিকায় ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। চাপের মুখে এমন বোলিংয়ের রহস্য জানতে চাইলে মোস্তাফিজ উত্তরে বলছিলেন, ‘আমি বাংলাদেশ দলের হয়ে এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে পালন করছি। আমি এতে অভ্যস্ত হয়ে গিয়েছি।’

আরও পড়ুন

একাদশে ফেরার ম্যাচটা নাকি ৫ উইকেট নিয়ে রাঙাতে চেয়েছিলেন মোস্তাফিজ, ‘আমি তো আগের দিনই ভাবছিলাম ৫ উইকেট নেব (হাসি)।’ হেসে হেসে জানিয়েছেন, ম্যাচসেরার পুরস্কারের টাকা দিয়ে তিনি কেনাকাটা করবেন।

চেমসফোর্ডে বাংলাদেশ দলকে সমর্থন দিতে আসা প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ দিয়েছেন মোস্তাফিজ, ‘দর্শকের কারণে মনে হচ্ছে ঘরের মাঠে খেলছি। সবাইকে ধন্যবাদ মাঠে এসে আমাদের সমর্থন দেওয়ার জন্য।’

আরও পড়ুন