পিএসএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার কারা

ভারতে চলছে আইপিএল, পাকিস্তানে চলছে পিএসএল। একই সময়ে চলমান দুই দেশের দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে যে আইপিএল নিয়েই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেশি, সেটি বোধ হয় না বললেও চলে। আইপিএলে বিশ্বের বড় বড় তারকারা খেলেন। সম্প্রচারিত হয় বেশি দেশে। বিজ্ঞাপনের বাজার বিশাল।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে বিশ্বজুড়ে ক্রিকেটারদের প্রথম পছন্দও অবশ্যই আইপিএল। সেখানে ডাক না পেলে তাঁরা অন্য লিগগুলোতে খেলার সুযোগ খোঁজেন। কারণ, আইপিএলে খেলে যে পরিমাণ টাকা পাওয়া যায়, অন্য লিগগুলো সেটার কাছাকাছি পরিমাণের অর্থও দিতে পারে না।

আরও পড়ুন

একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আইপিএল নিলামে যেমন এবার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে কিনেছে ২৭ কোটি রুপিতে।

অন্যদিকে পিএসএলে এবার সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। করাচি কিংস যাঁকে নিয়েছে ৩ লাখ ডলারে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫৭ লাখ রুপিতে। মানে পিএসএলের সবচেয়ে দামি ক্রিকেটারের চেয়ে প্রায় ১০ গুণ বেশি টাকা পাচ্ছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার।

আরও পড়ুন
পিএসএলে এবার সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। করাচি কিংস যাঁকে নিয়েছে ৩ লাখ ডলারে
করাচি কিংস

ওয়ার্নার নিজেও আইপিএলে দীর্ঘদিনের চেনা মুখ। সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন দীর্ঘদিন, অধিনায়কত্বও করেছেন, খেলেছেন দিল্লি ক্যাপিটালসেও। তবে এ মৌসুমের নিলামে দল পাননি সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার। এর ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন পিএসএলে খেলার। তাঁর মতো এ রকম আরও অনেকেই এবার আইপিএলে দল না পেয়ে খেলছেন পিএসএলে। পাকিস্তানি ক্রিকেটারদের কথা অবশ্য আলাদা। তাঁদের দল পাওয়ার প্রশ্নই আসে না, দীর্ঘদিন ধরে তাঁরা আইপিএলে ব্রাত্য।

ডেভিড ওয়ার্নার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট, শ্রীলঙ্কার  কুশল পেরেরা, নিউজিল্যান্ডের কলিন মানরো, ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল এবার পিএসএলে খেলছেন।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন বর্তমানে ভারতে আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। ২৩ এপ্রিল থেকে করাচি কিংসের হয়ে তাঁর পিএসএলে খেলার কথা।
ওয়ার্নারের কথা তো বলাই হলো। চলুন দেখা যাক, এবার পিএসএলে সবচেয়ে দামি ১০ ক্রিকেটারের তালিকায় আর কারা আছেন: (তথ্য সূত্র- ইন্ডিয়া.কম)