আফিফকে অধিনায়ক করে ‘এ’ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজে অধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকেছবি: প্রথম আলো

দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও টি-টোয়েন্টিতে রাখা হয়নি আফিফ হোসেনকে। ডাকা হয়নি ফিরতি সফরের আয়ারল্যান্ড সিরিজেও। তবে জাতীয় দলে না থাকলেও নির্বাচকদের বিবেচনায় ভালোমতোই আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

আফিফকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ জাকির হাসান ও নাঈম হাসান এবং রিশাদ হোসেন ও রেজাউর রহমানদের মতো তরুণদের।

তিনটি চার দিনের ম্যাচ খেলার জন্য ১১ মে বাংলাদেশে এসে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ মে। পরের দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আরও পড়ুন

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।