সম্প্রচার শেষ ৩১ সেকেন্ড আগে

বিপিএল: সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনালে রাজশাহী

১৬: ০১

ফাইনালে রাজশাহী

শেষ ৭ ওভারে ৪০ রান লাগত সিলেটের। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন স্যাম বিলিংস ও আফিফ হোসেন। এরপর রাজশাহীর বিপক্ষে ১২ রানে হেরে গেল সিলেট।

দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ক্যাচ নিয়ে গড়েছেন রেকর্ড। বিপিএলে এর আগে কেউ এক ম্যাচে ৫ ক্যাচ নিতে পারেননি।

টুর্নামেন্টের ফাইনাল আগামী পরশু, রাজশাহী খেলবে চট্টগ্রামের বিপক্ষে।

১৫: ৫২

শেষ ওভারে সিলেটের দরকার ২৪

প্রথম বল: ডট।

দ্বিতীয় বল: ছক্কা মারলেন ওকস।

তৃতীয় বল: ইয়র্কার, ডট।

চতুর্থ বল: এলো এক রান। মানে ফাইনালে রাজশাহী।

পঞ্চম বল: ডট বল

ষষ্ঠ বল: চার মারলেন নাসুম।

রাজশাহী জিতল ১২ রানে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী: ২০ ওভারে ১৬৫/৯ (উইলিয়ামসন ৪৫, নিশাম ৪৪; সালমান ৩/২৩, নাসুম ২/২০)

সিলেট: ২০ ওভারে ১৫৩/৮ ( পারভেজ ৪৮, বিলিংস ৩৭; বিনুরা ৪/১৯, তানজিম ১/৩৩)

ম্যাচসেরা: বিনুরা ফার্নান্দো

১৫: ৪৫

একাই পাঁচ ফারহানের

মিরাজের বিদায়ে উইকেটে আসা খালেদ প্রথম বল থেকেই মারেন চার। পরের বলটিতেও বড় শট খেলেন। মনে হচ্ছিল হবে ছক্কা। তবে বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নিয়েছেন ফারহান। এই ম্যাচে একাই পাঁচটি ক্যাচ নিলেন এই পাকিস্তানি। স্বীকৃত টি–টুয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড এটি। বিপিএলে এক ইনিংসে এটি সর্বোচ্চ।

শ্রীলঙ্কার বিনুরা বল হাতে নিজের কাজটা করছেন। ৩ ওভারে ৮ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি। ২ ওভারে ২৯ রান দরকার সিলেটের।

১৫: ৩৮

৩ ওভারে ৩৪ দরকার সিলেটের

সিলেট: ১৭ ওভারে ১৩২/৬

বিপদ বাড়ল সিলেটের। এবার হারাল ২১ রান করা আফিফকে। উইকেটে এসেছেন ওকস।

১৫: ৩১

ফাইনালে যাবে কোন দল

১৬ ওভারে সিলেটের রান ৫ উইকেটে ১২৫। উইকেটে আছেন ৮ রান করা মেহেদী, ২১ রান করা আফিফ। ৪ ওভারে তাদের দরকার ৪১ রান। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় ক্রিস ওকস।

১৫: ১৩

৩৭ রানে আউট বিলিংস

মঈনের পর আউট হলেন বিলিংসও। ৩৭ রান করে সাকলায়েনের বলে আউট হয়েছেন বিলিংস। মিড উইকেট দিয়ে ছক্কা মারতে ক্যাচ দিয়েছেন ফারহানের হাতে।

সিলেটের ফাইনালে যেতে দরকার ৪০ বলে ৫৯। হাতে আছে ৫ উইকেট।

১৪: ৫৯

৪৮ রানে রানআউট পারভেজ

সিলেট: ১১ ওভারে ৮৩/৩

দারুণ খেলছিলেন পারভেজ। এগোচ্ছিলেন ফিফটির পথে। তবে ৪৮ রানে রানআউট হয়ে ফিরলেন তিনি। তাতে ভাঙল বিলিংস ও পারভেজের ৬৯ রানের জুটি।

১৪: ৩৫

হাত খুলেছেন বিলিংস ও পারভেজ

৭ ওভার শেষে সিলেটের রান ২ উইকেটে ৫২। মেহেরবের করা সর্বশেষ ওভারে দুটি বড় ছক্কা মেরেছেন বিলিংস ও পারভেজ। ১৩ ওভার দলটির দরকার ১১৪ রান।

১৪: ২১

রাজশাহীর ভালো শুরু

৪ ওভারে মাত্র ১৮ রান তুলতে পেরেছে সিলেট। দলটি এরইমধ্যে হারিয়েছে জাকির ও আরিফুলের উইকেট। দুটি উইকেটই নিয়েছেন বিনুরা। দুটো ক্যাচই নিয়েছেন শাহিবজাদা ফারহান।

১৪: ০৬

প্রথম ওভারেই উইকেট

দলে ফিরে ব্যর্থ হলেন জাকির হাসান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়েছেন জাকির। বিনুরা ফার্নান্দোর করা ইনিংসের প্রথম ওভার থেকে এসেছে মাত্র ১ রান। নতুন ব্যাটসম্যান আরিফুল ইসলাম।

১৩: ৪৮

রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫

শেষ ওভারে উইলিয়ামসন স্ট্রাইক পেলেন মাত্র ১ বল। তাতে তিনি যেমন ফিফটি পাননি, তেমনি রাজশাহীও খুব একটা বেশি রান নিতে পারেনি। শেষ ওভারে রান এসেছে মাত্র ৭। উইলিয়ামসন অপরাজিত থাকলেন ৩৮ বলে ৪৫ বলে।

এর আগে নিশাম করেছেন ২৬ বলে ৪৪। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর এই দুই ইনিংসেই রাজশাহী ১৬৫ রান পর্যন্ত যেতে পেরেছে।

১৩: ৩৬

বড় সংগ্রহের পথে রাজশাহী

রাজশাহী: ১৮ ওভারে ১৪৮/৫

গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেন নিশাম। এর আগে বিপিএলে ব্যাট হাতে টানা পাঁচ ম্যাচে ব্যর্থ হওয়া নিশাম আজ এখন পর্যন্ত অপরাজিত আছেন ৪৩ রানে, বল খেলেছেন ২৪টি। তাঁকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন উইলিয়ামসন। এই জুটি থেকে এসেছে অবিচ্ছিন্ন ৬৮ রান।

১৩: ২০

জীবন পেলেন নিশাম

রাজশাহী: ১৬ ওভারে ১২৮/৫

কাভারে নিশামের সহজ ক্যাচ ছাড়লেন সিলেট অধিনায়ক মিরাজ। সেই বল থেকে সিলেট নিশামকে রানআউট করার সুযোগও পেয়েছিল। মিরাজের বাজে থ্রোতে সেটিও হয়নি। ১৯ বলে ৩২ রানে অপরাজিত নিশাম।

১৩: ১৪

শেষ ৫ ওভারে কত করবে রাজশাহী

দুই কিউই ক্রিকেটার উইলিয়ামসন ও নিশামের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে রাজশাহী। ১৫ ওভার শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ১১৬। উইলিয়ামসন ব্যাটিং করছেন ২৫ রান নিয়ে, নিশাম ২৪ রানে।

১২: ৫৯

কত রান করবে রাজশাহী

৬২/১ থেকে ৮০/৫

সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন রাজশাহীর মেহেরব হোসেন। উইকেটে আছেন কেইন উইলিয়ামসন ও জিমি নিশাম।

১২: ৫১

পাওয়ারপ্লের পর উইকেট হারাচ্ছে রাজশাহী

রাজশাহী ওয়ারিয়রস: ১০ ওভারে ৭৯/৪।

পাওয়ারপ্লেতে মাত্র ১ উইকেট হারালেও এরপর একের পর এক উইকেট হারাচ্ছে রাজশাহী ওয়ারিয়রস। দশম ওভারে মিরাজের টানা দুই বলে ফিরেছেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। এর আগে তানজিদ ফিরেছেন সপ্তম ওভারে।

ব্যাটিংয়ে আছেন উইলিয়ামসন ও আফিফ।

১২: ৩০

মঈনের ওভারে তানজিদের তিন ছক্কা

রাজশাহী ওয়ারিয়রস: ৬ ওভারে ৬১/১।

পাওয়ারপ্লেতে ওভারপ্রতি দশের বেশি হারে রান তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। যাতে বড় ভূমিকা মঈন আলীর করা ষষ্ঠ ওভারে তানজিদের তিন ছক্কার।

এর আগে পঞ্চম ওভারে পাকিস্তানি পেসার সালমান ইরশাদের বলে আউট হয়েছে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ৪১ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নেমেছেন কেইন উইলিয়ামসন।

২১ বলে ২৬ রান করা ফারহানকে ফেরানোর পর সিলেটের খেলোয়াড়দের উদ্‌যাপন
প্রথম আলো
১১: ৪৪

কোন দলে কারা খেলছেন

রাজশাহী ওয়ারিয়রস: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মেহরব হাসান, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান, আবদুল গাফফার, সাহিবজাদা ফারহান, কেইন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো ও জিমি নিশাম।
সিলেট টাইটানস: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন, জাকির হাসান, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
১১: ৪১

রাজশাহীর একাদশে উইলিয়ামসন

ম্যাচ শুরুর আগে ব্যাটিং অনুশীলনে কেইন উইলিয়ামসন
শামসুল হক

প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামছেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আজ সকালে ঢাকায় এসেছেন। এখন রাজশাহী আগে ব্যাট করায় উইলিয়ামসনের বিপিএল শুরু হচ্ছে ব্যাটিং দিয়েই।

১১: ৩৮

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী

টস–টাইম!
প্রথম আলো

বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়রস–সিলেট টাইটানস। টসে জিতেছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বেছে নিয়েছে আগে বোলিং। যার অর্থ, প্রথমে ব্যাট করবে রাজশাহী ওয়ারিয়রস।