চট্টগ্রামের গরমে ডালাসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে রিশাদ হোসেনপ্রথম আলো

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের স্লোগান সবার জানা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির সিরিজ এটি। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এর মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

দুটি ম্যাচেই বোলাররা বাংলাদেশ দলের জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন। দুটি ম্যাচে বাংলাদেশ টসে জিতেছে, বোলিং নিয়েছে। বৃষ্টির সম্ভাবনা পরে ব্যাটিং করার একটি কারণ। আরও একটা কারণ বাংলাদেশ দলের বিশ্বকাপের প্রস্তুতি। বড় টুর্নামেন্টে চাপের মুখে বাংলাদেশ রান তাড়ায় কেমন করে, সে অভ্যাসই গড়ার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচেও বাংলাদেশ পরে ব্যাটিং করেছে। বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ডালাসের আবহাওয়া গরম থাকার কথা। সেটিও মাথায় আছে বাংলাদেশ দলের।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে রান তাড়ার অভ্যাস গড়ছে বাংলাদেশ
প্রথম আলো

আজ ৬ উইকেটে জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন জানালেন, ‘ব্যাটিং–বোলিং যাই হোক, কোনো সমস্যা নেই। আমাদের পরিকল্পনা হলো যেহেতু প্রচুর গরম...আমার মনে হয় বিশ্বকাপে গরম থাকবে প্রথমদিকে। আমরা চেষ্টা করছি ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।’

আরও পড়ুন

রান তাড়ায় বাংলাদেশ দলের ইনিংসের শুরুটাও হচ্ছে মন্থর। জিম্বাবুয়ের বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়েরও একটা ব্যাখ্যা দিয়েছেন রিশাদ, ‘স্কোরবোর্ডে যেহেতু খুব বেশি রান ছিল না, মানে ১৪০ (১৩৮/৭) রান যেহেতু। তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কিছু ছিল না। বাড়তি কোন শট খেলার প্রয়োজন হয়নি। নরমালি প্রতি ওভারে একটা বাউন্ডারি আসেই। ওটা হিসাব করে খেললে সাধারণত রান বের হয়ে যায়।’

নিজের বোলিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি রিশাদ
প্রথম আলো

দুটি ম্যাচে নিজেদের বোলিং নিয়েও শতভাগ সন্তুষ্ট নন রিশাদ। আজ ইনিংসের প্রথম ১০ ওভার শেষে ৪ উইকেট জিম্বাবুয়ের রান ছিল ৩৮। এরপরের ১০ ওভারে ১০০ রান যোগ করে দলটি। রিশাদ তাই মাঝের ওভারে আরও উন্নতির দাবি রাখলেন, ‘মাঝের ওভারে দেখবেন ওদের ৪-৫ উইকেট খুব দ্রুত পড়েছে। ওই জায়গায় যদি আমরা আরও ২-১টা উইকেট নিতাম, তাহলে ওদের রান ১৪০–এর জায়গায় ১২০ হতো। এই জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে।’

আরও পড়ুন