টেস্টে শামি এবং ওয়ানডেতে চাহারকে পাচ্ছে না ভারত

মোহাম্মদ শামিএএফপি

অ্যাঙ্কেলে চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না মোহাম্মদ শামির। সর্বশেষ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি শামি অবশ্য গতকাল জোহানেসবার্গের পথে রওনা হওয়া ভারতের দলটির সদস্য ছিলেন না। ৩৩ বছর বয়সী পেসার এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) অধীনে আছেন।

‘চিকিৎসাজনিত পারিবারিক জরুরি কারণে’ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে আরেক পেসার দীপক চাহারকে পাচ্ছে না ভারত। আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর।

আরও পড়ুন

গত মাসে টেস্ট স্কোয়াড ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, শামি চিকিৎসাধীন আছেন এবং তাঁর দলে অন্তর্ভুক্তি ফিটনেসের ওপর নির্ভর করছে। আজ বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শামিকে ছাড়পত্র দেয়নি বোর্ডের চিকিৎসক দল। সে জন্য তাঁকে টেস্ট স্কোয়াড থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।

শামি সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বিশ্রামে রাখা হয়। কারণ, সাদা বলের সংস্করণে ভারতের খেলা ছিল সামনে, যা শেষ হয় বিশ্বকাপের মধ্য দিয়ে। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। তবে ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। বিসিসিআই নির্বাচকেরা শামির বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেননি।

দীপক চাহার
এএফপি

দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলেননি দীপক চাহার। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন চাহার। কিন্তু এক ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণে পরিবারের কাছে ফিরে যান। ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য আকাশ দীপকে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে।

আরও পড়ুন

এদিকে শ্রেয়াস আইয়ার আগামীকাল জোহানেসবার্গে প্রথম ওয়ানডে খেলেই টেস্টের প্রস্তুতি নিতে শুরু করবেন। তাই শেষ দুই ওয়ানডে খেলবেন না। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন আইয়ার। এরপর পিঠের চোটে পড়েন। সম্ভবত মিডল অর্ডারে অজিঙ্কা রাহানের জায়গা নেবেন আইয়ার।

দক্ষিণ আফ্রিকায় ভারতের ওয়ানডে দলের কোচের দায়িত্বে থাকবেন সৌরাষ্ট্রের সাবেক অধিনায়ক শীতাংশু কোটাক। প্রধান কোচ রাহুল দ্রাবিড় এই ফাঁকে টেস্ট দলকে প্রস্তুত করবেন।

আরও পড়ুন