ইন্দোরে অস্ট্রেলীয় নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার

ইন্দোরে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে অস্ট্রেলিয়াছবি: আইসিসি

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলীয় দলের দুই ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ’ করেন বলে অভিযোগ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ)। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।