তৃতীয়বার নড়বড়ে ৯০–এ আউট লিটন, তবে বাংলাদেশের রেকর্ডটা...
টেস্ট ক্রিকেটে চারটি সেঞ্চুরি আছে লিটন দাসের। আরও একটির পথে তিনি হাঁটছিলেন আজ—পৌঁছে গিয়েছিলেন নব্বইয়ের ঘরেও। এরপরই ছন্দপতন। হুট করেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই তাঁকে ফিরতে হলো ড্রেসিংরুমে।
লিটনের জন্য ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়ার এই ঘটনা যদিও নতুন নয়। ৪৯ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার তিনি আউট হয়েছেন ৯০–এর ঘরে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ রানে আউট হয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে হারারেতে ফিরেছিলেন ৯৫ রান করে।
লিটনই কি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজে’ আউট হয়েছেন? উত্তর হচ্ছে, না। এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটিয়েছেন আজ ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়ে যাওয়া মুশফিকুর রহিম। ৯৬ টেস্টের ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি ও ১১ সেঞ্চুরি করা মুশফিক সব মিলিয়ে চারবার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে।
টেস্টে লিটনের সমান তিনবার করে নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন বাংলাদেশের আরও দুজন—সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দুবার নার্ভাস নাইন্টিজে কাটা পড়েছেন হাবিবুল বাশার ও নাসির হোসেন।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকার। তিনিই আবার সবচেয়ে বেশি ১০ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন। ৯ বার করে নব্বইয়ের ঘরে আউট হয়ে তালিকায় পরের দুটি স্থান দখল করেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার মাইকেল স্লাটার।