রোবট কুকুর নিয়ে আইপিএলে এ কোন বিড়ম্বনা
মাঠের পারফরম্যান্স দিয়ে খেলোয়াড়েরা আলোচনায় থাকেন সব সময়। তবে এবার আইপিএলে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনায় আরও একটি নাম—চম্পক।
এই চম্পক যে কোনো মানুষ নয়, এত দিনে তা সবার জেনে যাওয়ার কথা। এটি আইপিএলের নতুন সংযোজন রোবট কুকুর ক্যামেরার নাম।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এই ক্যামেরাওয়ালা রোবট কুকুর বানিয়ে দিয়েছে বৈশ্বিক সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লুটিভিশন ও ওমনিক্যাম। ১৩ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে এটি প্রথমবারের মতো দেখা যায়। এরপর থেকে সাবেক ও বর্তমান ক্রিকেটার এমনকি ধারাভাষ্যকার, আম্পায়াররাও এটির সঙ্গে মজা করেছেন। দর্শকেরাও এই প্রযুক্তির সংযোজনকে সাধুবাদই জানিয়েছেন।
সবার আগ্রহ দেখে অনলাইন পোলে আইপিএল কর্তৃপক্ষ জানতে চায় ক্যামেরাওয়ালা রোবট কুকুরের নাম কী হতে পারে। পোলে ‘চম্পক’ নামটি টিকে যায়। কিন্তু এই নামই বিসিসিআইকে বিপদে ফেলতে যাচ্ছে; নিয়ে যাচ্ছে আদালতের চৌকাঠে।
মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ এনে বিসিসিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে দিল্লি প্রেস গ্রুপ! ভারতের অন্যতম বৃহৎ এই প্রকাশনী থেকে ১৯৬৯ সাল থেকে চম্পক নামে একটি শিশুতোষ সাময়িকী (পাক্ষিক পত্রিকা) প্রকাশ করে আসছে, যা শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
দিল্লি প্রেস গ্রুপের আইনজীবী অমিত গুপ্তর দাবি, চম্পক সাময়িকীর নাম অনুযায়ী আইপিএল কর্তৃপক্ষ ক্যামেরাওয়ালা রোবট কুকুরের নাম রেখেছে এবং তাদের অনুমতি না নিয়ে এই নাম বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এ কারণে তারা বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছে।
অমিত গুপ্ত আদালতকে জানিয়েছেন, এটি তাদের নিবন্ধিত ট্রেডমার্ককে দুর্বল করছে এবং এর ভাবমূর্তি নষ্ট করছে। তাই ক্যামেরাওয়ালা রোবট কুকুরকে যেন আর চম্পক নামে ডাকা না হয়।
তবে মামলার বিস্তারিত জানার পর বিচারক সৌরভ ব্যানার্জী আজ দিল্লি প্রেস গ্রুপের দাবিকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এখানে কোথায় বাণিজ্যিক উপাদান আছে? বিসিসিআই এটা যেকোনো কারণে ব্যবহার করছে। এ ব্যাপারে এখনই রায় দিলে খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো হয়ে যাবে। অনুগ্রহ করে আপনারা বোঝার চেষ্টা করুন। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কুকুর এবং নামটি সমর্থকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা বিসিসিআইয়ের পছন্দে নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ।’
বিসিসিআইয়ের জ্যেষ্ঠ আইনজীবী জে সাই দীপক বলেছেন, ‘এই নামের সঙ্গে ম্যাগাজিনের সম্পর্ক নেই। বরং কমেডি শো “তারক মেহতা কা উল্টা চশমার” একটি চরিত্রের সঙ্গে এর মিল আছে। ক্রিকেটপ্রেমীরা সেখান থেকেই রোবট কুকুরের নাম প্রস্তাব করেছে। তারাই (দিল্লি প্রেস গ্রুপ) একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা চম্পক নাম ব্যবহার করছে। জনপ্রিয় টিভি সিরিজেও এই নাম ব্যবহৃত হয়েছে।’
দিল্লি প্রেস গ্রুপ বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করার আগে ভারতীয় সংবাদমাধ্যমও জানিয়েছিল, ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় জ্ঞানী দাদার চরিত্র চম্পকলাল গাদার সঙ্গে রোবট কুকুরটির নামের সাদৃশ্য খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অনলাইন পোলেও বেশির ভাগ ক্রিকেটপ্রেমীর ভোট চম্পক নামকরণের পক্ষে গেছে।
তবে আদালত প্রাথমিকভাবে বিসিসিআইকে চম্পক নাম ব্যবহারের অনুমতি দিলেও দিল্লি প্রেস গ্রুপের দায়ের করা মেধাস্বত্ব লঙ্ঘনের মামলা বিবেচনায় নিয়ে আগামী ৯ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন। শুনানির মাস দেড়েক আগেই এবারের আইপিএল শেষ হয়ে যাবে।