আইপিএল: ৫ ওভারেই ৪০ ওভারের ম্যাচ জিতে নিল কলকাতা
খেলাটা টি-টোয়েন্টি, দুই দলের জন্য ২০ ওভার করে ৪০ ওভার। আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচটা ৫ ওভারে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
না, ভুল বুঝবেন না। ‘৫ ওভারে জিতেছে’ মানে ম্যাচ এই কয় ওভারে শেষ হয়ে যায়নি। পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওই পাঁচ ওভারই লেগেছে কলকাতার। তাতে গত আসরের ফাইনালের পর প্রথম দেখায়ও জয়ী দলটির নাম কেকেআরই থাকল।
ইডেন গার্ডেনের ম্যাচটিতে আগে ব্যাট করে কলকাতা তুলেছে ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান। তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হয়েছে হায়দরাবাদ।
এটুকু পড়ে মনে হতে পারে কলকাতার ৮০ রানের জয়ে ব্যাটিং ও বোলিং দুটিই ভালো হওয়া মূল কারণ। দুটিই ভালো হয়েছে ঠিকই। তবে ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে কলকাতার ব্যাটিংয়ের শেষের পাঁচ ওভার।
টসে হেরে আগে ব্যাট করতে নামা কলকাতা ১৫ ওভার পর্যন্ত তুলতে পেরেছিল ৪ উইকেটে ১২২ রান। অর্থ্যাৎ, অনেকটা পরে ব্যাট করে হায়দরাবাদ যেমন খেলেছে তার কাছাকাছিই।
তবে ১৬ থেকে ২০—এই পাঁচ ওভারে হায়দরাবাদের বোলারদের নাগাল থেকে ম্যাচ নিজেদের দিকে টেনে আনেন কলকাতার ভেঙ্কটেশ আইয়ার ও রিংকু সিং।
নিলামে পৌনে চব্বিশ কোটি রুপি দাম ওঠা ভেঙ্কটেশ আগের দুই ম্যাচে রান না পাওয়ায় ( ৩ ও ৬) চাপের মধ্যে ছিলেন। তারওপর এই ম্যাচেও প্রথম ৮ বলে নিতে পেরেছেন মাত্র ৫ রান। এ দিকে রিংকুও খুব একটা ছন্দে বলা যাবে না। ব্যাটিং করা আগের দুই ম্যাচে আউট হয়েছেন ১২ ও ১৭ রানে।
ঠিক ওই অবস্থা থেকেই শেষ পাঁচ ওভারে ঝড় তোলেন ভেঙ্কটেশ ও রিংকু। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৩০ বলে ৭৮ রান যোগ করে কলকাতা। শেষ ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ভেঙ্কটেশ করে যান ২৯ বলে ৬০ রান, যেখানে ৭টি চারের সঙ্গে তিনটি ছক্কা।
রিংকু তো আউটই হননি। ১৭ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন।
রিংকু, ভেঙ্কটেশের শেষ পাঁচ ওভারের ব্যাটিংয়েই কোনোমতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ার সম্ভাবনা থেকে দুই শতে পৌঁছে যায় কলকাতা। যার ওপর ভর করে পরে বোলাররা শুরু থেকেই চেপে ধরেন হায়দরাবাদ ব্যাটসম্যানদের।
প্রথম ওভারে বৈভব অরোরা ট্রাভিস হেডকে আর দ্বিতীয় ওভারে হর্ষিত রানা অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলে হায়দরাবাদ প্রথমেই বড় ধাক্কা খায়। এর পর সেটি শুধু তীব্রতরই হয়েছেই।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা: ২০ ওভারে ২০০/৬ (ভেঙ্কটেশ ৬০, রঘুবংশী ৫০, রাহানে ৩৮, রিংকু ৩২*; মেন্ডিস ১/৪)। হায়দরাবাদ: ১৬.৪ ওভারে ১২০ (ক্লাসেন ৩৩, মেন্ডিস ২৭; বরুণ ৩/২২, বৈভব ৩/২৯)। ফল: কলকাতা ৮০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বৈভব অরোরা।