কোহলির ৫০তম শতক কবে, জানেন গাভাস্কার

৫০তম ওয়ানডে শতকের অপেক্ষায় কোহলিরয়টার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নিজের ৪৯তম শতরানটি পেয়ে যেতে পারতেন বিরাট কোহলি। কিন্তু দুর্ভাগ্য, তাঁর সেটি হয়নি। ৯৫ রানেই থেমেছে সেই ইনিংস। যদিও তাতে কোনো দুঃখ থাকার কথা নয় কোহলির। কিউইদের বিপক্ষে ভারতকে জিতিয়েছে যে সেই ইনিংস। তবে ধর্মশালার ম্যাচেই শতরানের অর্ধশতকটি হাঁকিয়ে ফেললে ভারতীয় ক্রিকেট-সমর্থকদের আনন্দের মাত্রাটা আরও বাড়ত।

কোহলি আজ হোক কাল হোক, ৫০তম শতকটি পেয়ে যাবেন, অপেক্ষাটা শুধু সময়েরই। তবে কিংবদন্তি সুনীল গাভাস্কার কোহলির ৫০তম শতক নিয়ে দারুণ একটা ভবিষ্যদ্বাণী করেছেন। গাভাস্কার মনে করেন, কোহলি এ কীর্তি গড়বেন খুব শিগগিরই। ভারতীয় কিংবদন্তি দিন-তারিখও বলে দিয়েছেন, সেটি আগামী ৫ নভেম্বর কলকাতায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে! কিন্তু নির্দিষ্ট করে দিনটির কথাই কেন বললেন গাভাস্কার? ৫ নভেম্বর যে কোহলির জন্মদিন!

কোহলি জন্মদিনের দিন কি ৫০তম শতকটি করবেন
ছবি: টুইটার

স্টার স্পোর্টসকে গাভাস্কার কোহলির ৫০তম শতক নিয়ে বলতে গিয়ে দারুণ একটি দৃশ্যকল্পও রচনা করেছেন। তিনি মনে করেন, সেদিন ঐতিহাসিক ইডেন গার্ডেনসে হাজার হাজার দর্শকের সামনে কোহলি যখন নিজের ৫০তম শতকটি করবেন, তখন দর্শকেরা দাঁড়িয়ে বিপুল করতালিতে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অর্জনকে অভিনন্দন জানাবেন।

কোহলির ৫০তম ওয়ানডে শতকবে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দিত করবেন ইডেনের দর্শকেরা, গাভাস্কারের দৃশ্যকল্প এমনই
ফাইল ছবি

গাভাস্কার বলেছেন, ‘৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। সেদিন কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ভারত। আমি মনে করি, কোহলি সেদিনই নিজের ৫০তম শতকটি করে ফেলবে। নিজের জন্মদিনের দিন ৫০তম শতক, এর চেয়ে চমৎকার উপলক্ষ আর হয় নাকি! কোহলির সেই ৫০তম শতক ইডেনের হাজার হাজার দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এমন একটা মুহূর্ত তো যেকোনো ক্রিকেটারেরই স্বপ্ন।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। টানা পাঁচ ম্যাচ জিতে ভারত এরই মধ্যে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে। কোহলি পাঁচ ম্যাচে করেছেন ৩৫৪ রান। বাংলাদেশের বিপক্ষে পুনেতে করেছেন নিজের ৪৮তম ওয়ানডে শতরানটি। প্রতিটি ম্যাচেই তিনি রেখে চলেছেন অবদান। ২৯ অক্টোবর ভারত নিজেদের পরের ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, লক্ষ্ণৌতে। শ্রীলঙ্কার বিপক্ষে এর পরের ম্যাচটি ভারত খেলবে ২ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।