ভন: কোহলি অধিনায়ক থাকলে ভারত প্রথম টেস্ট হারত না

রোহিতের সমালোচনা করেছেন মাইকেল ভনএএফপি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে থেকেও ভারত কেন হারল? এ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ দায়ী করছেন ভারতীয় স্পিনারদের, কেউ ১৯৬ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপকে কৃতিত্ব দিচ্ছেন।

তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন দায় দেখছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বিরাট কোহলি অধিনায়ক থাকলে ভারত এই টেস্টে হারত না, এমন মন্তব্যও করেছেন ভন।

হায়দরাবাদে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনের এক গল্প লিখে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। এত রান পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ভারতকে ইংল্যান্ড জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য দিতে পেরেছে মূলত পোপের ১৯৬ রানের কল্যাণে। পরে টম হার্টলির (৭/৬২) বোলিংয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।

ইউটিউব চ্যানেল ক্লাব প্রেইরি ফায়ারে ভন বলেছেন, ‘এই টেস্টে ভারত বিরাট কোহলির অধিনায়কত্ব মিস করেছে। বিরাট কোহলির অধীন ভারত এই ম্যাচ হারত না। রোহিত কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু আমার মনে হয় ও সেদিন পুরোপুরি (অধিনায়ক হিসেবে) নিষ্ক্রিয় ছিল।’

আরও পড়ুন

১৯৬ রানের ইনিংসে পোপ সেদিন একের পর এক রিভার্স সুইপ খেলেছেন। তাঁর এই কৌশলে সেদিন কার্যকারিতা হারিয়েছিলেন ভারতের স্পিনাররা। কয়েক দিন আগে দ্য টেলিগ্রাফে লেখা কলামেও ভন রোহিতের সমালোচনা করেন।

ভনের দাবি, পোপের রিভার্স সুইপে কৌশল আটকাতে রোহিত পাল্টা কৌশল নিতে পারেননি
এএফপি

ভনের দাবি, পোপের রিভার্স সুইপে কৌশল আটকাতে রোহিত পাল্টা কৌশল নিতে পারেননি, ‘আমার মনে হয়েছে, রোহিত খুবই গড়পড়তা অধিনায়কত্ব করেছে। অনেক বেশি প্রতিক্রিয়াশীল মনে হয়েছে। আমার মনে হয় না বোলার পরিবর্তন ও ফিল্ডিং সাজাতে সে তৎপর ছিল। আর ওর কাছে ওলি পোপের সুইপ ও রিভার্স সুইপের কোনো জবাব ছিল না।’

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে খেলছেন না কোহলি। ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী পরশু, ভাইজাগে।

আরও পড়ুন