আহমেদাবাদে আজও হালকা বৃষ্টি, আইপিএলের ফাইনালে কী প্রভাব ফেলবে

বৃষ্টির কারণে প্রথমবার রিজার্ভ ডেতে গড়িয়েছে আইপিএল ফাইনালছবি : বিসিসিআই

বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। কাল সে শঙ্কাই সত্যি হয়েছে। আইপিএলের ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চে হানা দিয়েছে বৃষ্টি। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় রোমাঞ্চের শেষ এখনো হয়নি। বৃষ্টির কারণে কাল হতে না পারা ফাইনাল হওয়ার কথা আজ। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের ম্যাচটিতে গতকাল টসই হতে পারেনি, তাই আজ ফাইনাল হওয়ার কথা টস থেকেই।

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে—আজও কি আহমেদাবাদে বৃষ্টি আছে? ফাইনাল কি হতে পারবে? গতকাল আহমেদাবাদে প্রবল বৃষ্টিই হয়েছিল। আজ সকালে আহমেদাবাদের আকাশ মেঘলা থাকলেও অতটা বৃষ্টি হয়নি। সকালের দিকে হালকা বৃষ্টি হওয়ার পর মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। তবে তীব্র গরম আছে।

গরম আছে বলেই বৃষ্টির শঙ্কাও থাকছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে প্রবল বৃষ্টির আশঙ্কা নেই। ফাইনাল শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮টায়। সেই সময় বৃষ্টির শঙ্কা না থাকলেও বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আহমেদাবাদে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে বিবিসির আবহাওয়ার প্রতিবেদনে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনাল শুরু হওয়ার সময় আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টির শঙ্কা নেই। হালকা যে বৃষ্টি হবে, তাতে খেলা পণ্ড না হওয়ারই কথা। কারণ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘমুক্ত হতে শুরু করবে।

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত যদি আইপিএলের ফাইনাল না-ই হতে পারে, তাহলে শিরোপা জিতবে কোন দল—এমন প্রশ্নও আছে ক্রিকেটপ্রেমীদের মনে। লিগ পর্বের খেলা শেষে ফাইনালের যে দল পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল, তখন তাদের হাতেই উঠবে শিরোপা। লিগ পর্বের সব ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল গুজরাট, ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই।  

আরও পড়ুন

বৃষ্টির কারণে খেলা বাধাগ্রস্ত হলে বা দেরিতে শুরু হলে ওভার কমিয়ে দেওয়ার নিয়ম তো আছেই। সে ক্ষেত্রে মাঠের খেলায় শিরোপাজয়ী দল নির্ধারণ করতে কমপক্ষে দুই দলের ৫ ওভার করে খেলা হতে হবে।