ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখবেন বেকহাম

জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামছবি : এএফপি

বিশ্বকাপে প্রথম পর্বের লড়াই শেষ। এবার ফাইনালে ওঠার লড়াইয়ের অপেক্ষা। মুম্বাইয়ে আগামীকাল বুধবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, পরদিন কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচ নিয়েই ভারতীয়দের আগ্রহ বেশি। বলিউডের শহর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামীকাল খেলা দেখতে আসবেন প্রায় সব অঙ্গনের তারকারা। তারাদের এ মেলায় থাকবেন একজন ফুটবল কিংবদন্তিও; তিনি ডেভিড বেকহাম।

বেকহামের ভারত সফরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ইউনিসেফ ইন্ডিয়া। তারা লিখেছে, ‘ইউনিসেফের শুভেচ্ছাদূত ডেভিড বেকহামকে ভারতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের শুভেচ্ছাদূত হিসেবে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন শচীন টেন্ডুলকার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফুটবলার বেকহামও ইউনিসেফের সঙ্গে যুক্ত ২০০৫ সাল থেকে। টেন্ডুলকারের মতো বেকহামও ইউনিসেফের শুভেচ্ছাদূত।

ক্রিকেটের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাকে উন্নীত করতে ইউনিসেফের সঙ্গে অংশীদারত্ব করেছে আইসিসি। বিশ্বকাপের শুরু থেকেই ইউনিসেফের টি–শার্ট পরে প্রচার চালিয়ে যাচ্ছেন টেন্ডুলকার। সেই কাজের অংশ হিসেবে এবার বেকহামও যোগ দিচ্ছেন।

২০০৫ সাল থেকে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের সঙ্গে যুক্ত ডেভিড বেকহাম
ছবি : এক্স

ওয়াংখেড়েতে আগামীকাল ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। তার আগে ইউনিসেফের টি–শার্ট পরে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে আসার কথা টেন্ডুলকার ও বেকহামের। এরপর ভিভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করবেন।

মুম্বাইয়ে হওয়া ভারতের সর্বশেষ ম্যাচে টেন্ডুলকারের সঙ্গে ট্রফি নিয়ে মাঠে এসেছিলেন লঙ্কান কিংবদন্তি ও ইউনিসেফের আরেক শুভেচ্ছাদূত মুত্তিয়া মুরালিধরন।

সাবেক ইংলিশ অধিনায়ক বেকহাম বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটান। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সভাপতি ও সহ–মালিকও তিনি। তাঁর চাওয়াতেই লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মেসি নিজেও ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত।