ভারত–ইংল্যান্ডের আরও একটি একপেশে ম্যাচ

ফিফটি করেছেন দুজনইএএফপি

রোমাঞ্চ বলতে কিছু নেই। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পথে শুবমান গিল সেঞ্চুরি পাবেন কি না, সেটি নিয়েই একটু যা ভক্তদের দুশ্চিন্তায় থাকতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিটি হয়নি, দ্রুত খেলা শেষ করতে গিয়ে গিল আউট হয়েছেন ৮৭ রানে। নিজের স্বার্থও অবশ্য এখানে জড়িত ছিল।

দল জয় থেকে যখন ১৪ রান দূরে, তখন সেঞ্চুরি করতে গিলের দরকার ছিল ১৩। সে কারণেই তো সাকিব মাহমুদের শর্ট বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গেলেন। এ ছাড়া পুরো ম্যাচই ছিল ম্যাড়মেড়ে। নাগপুরে ইংল্যান্ডের তোলা ২৪৮ রান ভারত তাড়া করেছে ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে। এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে টি-টোয়েন্টি সিরিজ একপেশেভাবে জিতেছিল ভারত।

গিলের ৮৭ রানের ইনিংসটি ছাড়া ম্যাচটির বড় বিজ্ঞাপন শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৫৯ রানের ইনিংস। রান তাড়ায় ১৯ রানে ২ উইকেট হারানোর পর তাঁর টি-টোয়েন্টি ইনিংসেই ম্যাচটি একপেশে হয়ে যায়। দলীয় ১১৩ রানে তিনি আউট হওয়ার পর যিনি নেমেছেন, সেই অক্ষর প্যাটেলও করেছেন ফিফটি। রান তাড়া তো কঠিন হওয়ার কথাও নয়!

আজ ইংল্যান্ডের সংগ্রহ হতে পারত বেশ বড়। অন্তত এমন একটা শুরুর পর! ওপেনিং জুটিতে ফিল সল্ট ও বেন ডাকেট ৫৩ বলে গড়েছিলেন ৭৫ রানের জুটি। সেই জুটি ভাঙে ২৬ বলে ৪৩ রান করে সল্ট রানআউট হলে। ২৯ বলে ৩২ রান করে দলীয় ৭৭ রানে ফেরেন ডাকেটও। ৪৫৩ দিন পর প্রথমবার ওয়ানডে খেলা জো রুট ফিরেছেন ১৯ রান করে। এরপর জ্যাকব বেথেল ও জস বাটলারের ফিফটিতে ২৪৮ রান তুলতে পারে ইংল্যান্ড।