রোহিতদের হাতে দেরিতে শোকের বাহুবন্ধনী দেখে বিসিসিআইকে তোপ গাভাস্কারের

এএফপি

রোহিতদের হাতে দেরিতে শোকের বাহুবন্ধনী দেখে বিসিসিআইকে তোপ গাভাস্কারের
লেখা: সাহিদ রহমান
মেটা: দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়ের মৃত্যুর তিন দিন পর তাঁর কথা মনে পড়েছে বিসিসিআইয়ের। সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানাতে অবশেষে আজ কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছে ভারতীয় দল।
খেলা ডেস্ক
ভারতের হয়ে যাঁরা টেস্ট খেলেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ডটা দত্তজিরাও কৃষ্ণরাও গায়কোয়াড়ের। সেই গায়কোয়াড় গত মঙ্গলবার বরোদায় নিজের বাড়িতে মারা গেছেন ৯৫ বছর ১০৯ দিন বয়সে। তাঁর মৃত্যুর এক দিন পর অর্থাৎ গত বৃহস্পতিবার রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট।
সাধারণত জাতীয় দলে খেলা কেউ মারা গেলে খেলা শুরুর দিনই দলের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। খেলোয়াড়দের কালো বাহুবন্ধনী পরে মাঠে নামার রেওয়াজও আছে। সে হিসেবে গত বৃহস্পতিবার রাজকোট টেস্টের প্রথম দিনেই প্রয়াত অধিনায়ক গায়কোয়াড়কে ভারত জাতীয় দলের শ্রদ্ধা জানানোর কথা। কিন্তু রোহিত শর্মার দল শুধু সেদিন নয়, গতকাল টেস্টের দ্বিতীয় দিনেও কালো বাহুবন্ধনী পরেনি।
আজ তৃতীয় দিনে এসে গায়কোয়াড়কে স্মরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ কালো বাহুবন্ধনী পরে রাজকোট টেস্টে খেলতে নেমেছেন রোহিত-জাদেজারা। দিনের খেলা শুরুর হওয়ার আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘ভারতের সাবেক অধিনায়ক, ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড় সম্প্রতি মারা গেছেন। তাঁর স্মরণে ভারতীয় দল (আজ) কালো বাহুবন্ধনী পরে খেলতে নামছে।’
বোর্ডের এমন অদূরদর্শিতায় বেজায় চটেছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। রোহিত-জাদেজারা মাঠে নামার সময় ধারাভাষ্যকক্ষে গাভাস্কার বলেছেন, ‘কখনো না হওয়ার চেয়ে দেরিতে কিছু হওয়াও ভালো। তবে তাদের (বিসিসিআই) এটা প্রথম দিনেই করা উচিত ছিল। তিনি পাঁচ ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন (১৯৫৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে)। এর মধ্যে চারটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যটিতে পঙ্কজ রায়।’

আজ তৃতীয় দিনে এসে গায়কোয়াড়কে স্মরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। আজ কালো বাহুবন্ধনী পরে রাজকোট টেস্টে খেলতে নেমেছেন রোহিত–জাদেজারা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর চটেছেন সুনীল গাভাস্কার
আইসিসি

দিনের খেলা শুরুর হওয়ার আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘ভারতের সাবেক অধিনায়ক, ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড় সম্প্রতি মারা গেছেন। তাঁর স্মরণে ভারতীয় দল (আজ) কালো বাহুবন্ধনী পরে খেলতে নামছে।’

আরও পড়ুন

বোর্ডের এমন অদূরদর্শিতায় বেজায় চটেছেন ভারতের আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। রোহিত–জাদেজারা মাঠে নামার সময় ধারাভাষ্য কক্ষে গাভাস্কার বলেছেন, ‘কখনো না হওয়ার চেয়ে দেরিতে কিছু হওয়াও ভালো। তবে তাদের (বিসিসিআই) এটা প্রথম দিনেই করা উচিত ছিল। তিনি পাঁচ ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন (১৯৫৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে)। এর মধ্যে চারটিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, অন্যটিতে পঙ্কজ রায়।’