৮ উইকেটে জেতা ম্যাচের ১০টি মুহূর্ত, একটি বোনাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখুন ম্যাচের ১০টি মুহূর্ত।
১ / ১১
কয়েন ছুড়েছেন লিটন দাস, ‘কল’ দিয়েছেন স্কট এডওয়ার্ডস। জিতেছেন লিটনই, নিয়েছেন আগে বোলিং
শামসুল হক
২ / ১১
নেদারল্যান্ডস শুরুতে দুই উইকেট হারিয়ে ফেললেও তৃতীয় উইকেটে কিছুটা থিতু হয়ে উঠেছিলেন নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ও নেতা নিদামানুরু। তিন বলের মধ্যে দুজনই ফিরেছেন সাইফ হাসানের বলে
শামসুল হক
৩ / ১১
নোয়াহ ক্রসকে ফেরানোর পর তাসকিনের উচ্ছ্বাস। এটি ছিল ম্যাচে তাঁর চতুর্থ উইকেট
শামসুল হক
৪ / ১১
নেদারল্যান্ডস ইনিংসের শেষ বলে ঝুঁকি নিয়েই দুই রান নেওয়ার চেষ্টা করেছিলেন টিম প্রিঙ্গল। পারেননি, আগেই স্টাম্প ভেঙে দিয়েছেন লিটন
শামসুল হক
৫ / ১১
নেদারল্যান্ডসের ইনিংস শেষ। দুই আম্পায়ার তানভীর আহমেদ ও মোরশেদ আলী খানের সঙ্গে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখছেন চতুর্থ আম্পায়ার সাথিরা আক্তার। এই ম্যাচ দিয়েই ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং অভিষেক হয়েছে তাঁর
শামসুল হক
৬ / ১১
রান তাড়ায় প্রথম দুই বলেই চার মেরেছেন পারভেজ হোসেন,  তৃতীয় বলে ছক্কা
শামসুল হক
৭ / ১১
২৬ বলেই ফিফটি ছুঁয়েছেন লিটন দাস, যা টি-টোয়েন্টিতে তাঁর ১৩তম
শামসুল হক
৮ / ১১
দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানও ব্যাট চালিয়েছেন সমানতালে। ১৯ বলে ৩ ছক্কায় করেছেন ৩৬ রান
শামসুল হক
৯ / ১১
মিশন কমপ্লিট! ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
শামসুল হক
১০ / ১১
ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে তাসকিন আহমেদের হাতে
শামসুল হক

একটি বোনাস ...

১১ / ১১
এই ছবিটি ম্যাচ শুরুর আগের। শরীফুল ইসলামের হাতে রঙের বালতি, পেছনে মোস্তাফিজুর রহমান। ঠিক কী কারণে পেসারদের হাতে রঙের বালতি, অনুমান করতে পারেন?
শামসুল হক