জাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন মঞ্জুরুল
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ক্রিকেটার জাহানারা আলম। একটি সাক্ষাৎকারে তিনি জানান, মঞ্জুরুল নারী ক্রিকেটারদের 'মন্দ স্পর্শ' করতেন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে চাইতেন। মঞ্জুরুল অভিযোগ অস্বীকার করে তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন। মঞ্জুরুল ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি চীনে নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কর্মরত আছেন।