জ্বরে ভুগে হাসপাতালে মাহমুদউল্লাহ, এখন উন্নতির পথে
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হন মাহমুদউল্লাহ। তবে এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।