ডেঙ্গুতেই কি ছিটকে গেলেন নিশাঙ্কা

পাতুম নিশাঙ্কাইনস্টাগ্রাম

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাতুম নিশাঙ্কা। শ্রীলঙ্কার এই ওপেনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষার পর নিশাঙ্কার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে টি–টোয়েন্টি সিরিজেও হয়তো দেখা যাবে না তাঁকে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পাঠানো এক বিবৃতিতে চিকিৎসার জন্য নিশাঙ্কার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিশাঙ্কার জায়গায় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। ১৯ বছর বয়সী শেভন একটি টি–টোয়েন্টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি।

আরও পড়ুন

শেভনকে ওপেনার হিসেবে দলে ডাকা হলেও আভিস্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিসও ওপেনিংয়ে ব্যাট করে অভ্যস্ত। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন শেভন। সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে সর্বশেষ লিস্ট এ ইনিংসে অর্ধশতকও করেছেন এই ব্যাটসম্যান। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে প্রতিভাই মূলত তাঁকে শ্রীলঙ্কা দলে জায়গা করে দিয়েছে।

নিশাঙ্কার জায়গায় ডাক পাওয়া শেভন দানিয়েল
ইনস্টাগ্রাম

শেভনের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও নিশাঙ্কা ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই। ২০২৩ সালে ২৯ ওয়ানডেতে ৪৪.২৬ গড় ও ৮৭ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১১৫১ রান। যেখানে ২টি শতকের সঙ্গে ৯টি অর্ধশতকও আছে তাঁর। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানও নিশাঙ্কা। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ৪ ম্যাচে ৮২.৩৩ গড়ে তাঁর রান ২৪৭।

আজ কলম্বোয় বেলা তিনটায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি মাঠে গড়াবে ১৪ জানুয়ারি।