ঢাকায় বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রাত সাড়ে দশটার দিকে নামেন চন্ডিকা হাথুরুসিংহেছবি: সংগৃহীত

দ্বিতীয় দফা বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিতে ঢাকা এসে পৌঁছেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আজ রাত ১০টা ২৬ মিনিটে ঢাকা এসে পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড়ের মধ্য দিয়েই বিসিবির গাড়িতে করে হোটেলে চলে গেছেন এই শ্রীলঙ্কান।

আরও পড়ুন
আরও পড়ুন

সংবাদমাধ্যমের সামনে খুব একটা কথা বলতেও রাজি হননি। গাড়ির ভেতর থেকে শুধু ‘ফিরে এসে ভালো লাগছে’ ধরনের কথা বলে বিমানবন্দর ছেড়েছেন। বিমানবন্দরে হাথুরুসিংহেকে আলাদা করে স্বাগত জানাতে বোর্ডের কোনো পরিচালককে দেখা যায়নি, নিরাপত্তাকর্মীর সঙ্গে ছিলেন প্রতিনিধি।

বিমানবন্দরে নেমে বিসিবির গাড়িতে হোটেলে চলে যান হাথুরুসিংহে
ছবি: সংগৃহীত

গত ৩১ জানুয়ারি দ্বিতীয় দফা বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে বিসিবি। দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো মেয়াদ শেষ করার আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হাথুরুসিংহে হয়েছেন নতুন কোচ। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি, বিদায় নিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ করার আগেই।

আরও পড়ুন
আরও পড়ুন

দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ। বাংলাদেশে আসার পর ২১ ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করে দেওয়ার কথা হাথুরুসিংহের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফ ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসতে পারেন তিনি।

২২ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে জাতীয় দলের ক্রিকেটারদের। ২৩ ফেব্রুয়ারি হতে পারে ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।