বাবর আজমকে বিশ্রামে পাঠানো নিয়ে অবশ্য কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। গতকাল পিএসএলে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ শেষে শাদাব খান বলেছেন, বাবর আজম নাকি তাঁকে বলেছেন বিশ্রামের বিষয়ে কিছুই জানেন না।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাবর, রিজওয়ানদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পিসিবির আগে থেকেই। সে কারণেই ১৫ জনের স্কোয়াডে ডাকা হয়েছে সিয়াম আইয়ুব, তায়েব তাহির, ইহসানউল্লাহদের মতো নতুন মুখ। তাঁরা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন।
তবে রোববারও শাদাব জানতেন না, তাঁকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অধিনায়ক করার বিষয়টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই, আমাকে, বাবরকে কিংবা রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হবে কি না! এ তথ্য আপনাদের কাছ থেকেই জানলাম। আমাদের যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমাদের সেটি জানানো হতো।’
তবে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বাবর আজমকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তরুণদের একটু বাজিয়ে দেখা হচ্ছে এই যা, ‘বাবরকে নিয়ে কোনো কিছু নেই। সে আমাদের নিয়মিত অধিনায়ক। সে যত দিন ইচ্ছা অধিনায়ক থাকবে। এখন বাবর নিজে যদি মনে করে সে অধিনায়ক থাকতে চায় না, সেটি ভিন্ন কথা। বাবর তিন সংস্করণেও অধিনায়ক থাকতে পারে, আবার যেকোনো একটি–দুটি ছেড়েও দিতে পারে। পুরো বিষয়টিই তাঁর ওপর নির্ভর করছে।’