ছক্কায় বিপিএল মাতাচ্ছেন ‘নতুন’ ইয়াসির
এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ইয়াসির আলী। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলা ইয়াসির টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন ২১০ রান, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট—১৬১.৫৩।
টুর্নামেন্টে ২০০-এর বেশি রান করাদের মধ্যে তাঁর স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬টি ছক্কাও এসেছে তাঁর ব্যাট থেকে। যদিও তাঁর পারফরম্যান্স রাজশাহীকে ধারাবাহিকভাবে জেতাতে পারেনি। সিলেটে আজ খুলনার বিপক্ষে পাওয়া ২৮ রানের জয়টি টুর্নামেন্টে ৫ ম্যাচের মধ্যে রাজশাহীর দ্বিতীয়।
ইয়াসিরের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে। সেই ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল রাজশাহী। এনামুল হকের দল জয় পায় দ্বিতীয় ম্যাচে, সেই ম্যাচে ইয়াসির করেন ২২ রান। এর পরের দুই ম্যাচে চিটাগং ও বরিশালের বিপক্ষে ইয়াসির করেন ১৬ ও ৩৭ রান। এই দুই ম্যাচেও তাঁর রান কাজে আসেনি।
তবে আজ তাঁর ৪১ রানের ইনিংসেই বড় স্কোরের ভিত পায় রাজশাহী। টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ৬৭ রান। তবে এরপর রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৫১ বলে ৮৮ রানের জুটি গড়েন ইয়াসির। বার্ল করেন অপরাজিত ৪৮। রাজশাহীর ১৭৮ রানের পেছনে আকবর আলীর ৯ বলে অপরাজিত ২১ রানেরও বড় ভূমিকা ছিল।
বিপিএলে ১৭৯ রানের লক্ষ্য তাড়ার উদাহরণ আছে অনেক। তবে সে জন্য খুলনার কাউকে বড় ইনিংস খেলতে হতো। সেটা তারা করতে পারেনি। উল্টো থিতু হয়ে অল্প রানেই আউট হয়ে গেছেন। ওপেনার নাঈম যেমন করেছেন ২৮ বলে ২৪, আফিফ ৩০ বলে ৩৩। শেষ দিকে ইমরুল কায়েস (৬ বলে ১৭) ও নাসুম আহমেদ ১৮ রান করলে ১৫০ পর্যন্ত যায় রাজশাহীর স্কোর। টুর্নামেন্টে এটি খুলনার প্রথম হার।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ১৭৮/৫ (বার্ল ৪৮*, ইয়াসির ৪১; নাসুম ২/২০, নেওয়াজ ১/৩৩)
খুলনা টাইগার্স: ১৯.৩ ওভারে ১৫০ (আফিফ ৩৩. নাঈম ২৪; গাজী ২/২৭, বার্ল ২/১৩)
ফল: রাজশাহী ২৮ রানে জয়ী
ম্যাচসেরা: রায়ান বার্ল