- অবশেষে মেহেদীর উইকেট
- সপ্তম ইকেট পড়ল আরবআমিরাতের
- তানজিমের জোড়া আঘাত
- আমিরাত ৭ ওভারেই করেছে ৭১ রান
- পারভেজের সেঞ্চুরিতে বাংলাদেশের ৭ উইকেটে ১৯১ রান
- পারভেজের ছক্কার রেকর্ড
- ১১ রানে আউট অধিনায়ক লিটন
- পারভেজের বিশাল ছক্কা
- যেভাবে ফিরলেন তানজিদ
- টসে জিতে ফিল্ডিংয়ে সংযুক্ত আরব আমিরাত
শেষ বলে অলআউট আমিরাত
মেহেদী হাসানের ওভারে রান নিচ্ছিলেন আমিরাতের ব্যাটসম্যানরা। উইকেটও পাচ্ছিলেন না তিনি। অবশেষে নিজের ও ইনিংসের শেষ ওভারে মেহেদী পেলেন উইকেটের দেখা। ওভারের প্রথম ও শেষ বলে দুটি উইকেট নিয়ে অলআউট করলেন আমিরাতকে। বাংলাদেশকে জেতালেন ২৭ রানে।
অবশেষে মেহেদীর উইকেট
রাতটি ভালো কাটছিল না টি–টোয়েন্টিতে বাংলাদেশের নতুন সহ–অধিনায়ক মেহেদী হাসানের। প্রথম তিন ওভারে অনেক রান দিয়ে ফেলেছেন তিনি। কিন্তু কোনো উইকেট পাননি। অবশেষে একটি উইকেট পেলেন মেহেদী। নিজের শেষ ওভারে ফিরিয়েছেন হায়দার আলীকে।
হাসান ফেরালেন আসিফকে
তিনটি চার মেরেছেন, চারটি মেরেছেন ছয়। ২০ বলে ৪২ রান করে বাংলাদেশের বোলারদের কাঁটা হয়ে ছিলেন আসিফ খান। কিন্তু পরের বলেই হাসান মাহমুদকে উড়িয়ে মারতে গিয়ে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরেছেন আমিরাতের ব্যাটসম্যান। ১৮.২ ওভারে ১৫৭ রানে অষ্টম উইকেট হারিয়েছে আরব আমিরাত।
সপ্তম ইকেট পড়ল আরবআমিরাতের
হাসান মাহমুদ সঞ্চিতকে ফেরানোর পরের ওভারের প্রথম বলে মোস্তাফিজ ফিরিয়েছেন জুহাইবকে। আরব আমিরাতের সপ্তম উইকেট পড়েছে ১৫৫ রানে, ১৭.২ ওভারে।
তানভীরের প্রথম উইকেট
ধ্রুব প্রশারকে ফিরিয়ে বাংলাদেশের দিকে ম্যাচে নিয়ে এসেছেন তানভীর ইসলাম। ৭ বলে ৩ রান করেছেন তিনি। এর মধ্য দিয়ে ৫ম উইকেট হারাল আমিরাত।
আমিরাতের রান ১৫.২ ওভারে ৫ উইকেটে ১৪০।
তানজিমের জোড়া আঘাত
রাহুল চোপড়াকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৬২ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে তানজিম হাসান সাকিব। ফেরার আগে ওয়াসিম করেন ৩৯ বলে ৫৪ রান। এরপর ৩৫ রান করা রাহুলকেও ফেরান তানজিম।
আমিরাতের রান ১৩.১ ওভারে ৪ উইকেটে ১৩৪।
আমিরাত ৭ ওভারেই করেছে ৭১ রান
২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে তুলেছে ১৯১ রান। এর জবাবটা ভালোই দিচ্ছে আরব আমিরাত। ৭ ওভারেই তারা তুলে ফেলেছে ৭১ রান। হারিয়েছে মাত্র ২ উইকেট।
আমিরাতের রান ৭ ওভারে ২ উইকেটে ৭১।
পর পর দুই ওভারে দুই উইকেট
ইনিংসের চতুর্থ ওভারে আমিরাত ওপেনার মোহাম্মদ জোয়াইবকে ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। পরের ওভারে এবার তিন নম্বরে নামা আলিশান শারাফুকে আউট করলেন মোস্তাফিজুর রহমান। এর আগে আমিরাত দারুণ শুরু পেয়েছিল। প্রথম ৩ ওভারে তুলেছিল ৩৮ রান।
আমিরাতের রান ৫ ওভারে ২ উইকেটে ৪৬।
পারভেজের সেঞ্চুরিতে বাংলাদেশের ৭ উইকেটে ১৯১ রান
আগের ৭ ইনিংসে পারভেজের সবমিলিয়ে করেছিলেন ৮৮ রান। আজ এক ইনিংসেই করেছেন ১০০। তাঁর ৫৩ বলের এই সেঞ্চুরি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্বিতীয়। এর আগে ওমানের বিপক্ষে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।
পারভেজের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলেছে ৭ উইকেটে ১৯১ রান। পারভেজের সেঞ্চুরির ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। অন্য ব্যাটসম্যানদের কাছ থেকে সাপোর্ট না পাওয়ায় বাংলাদেশের রান ২০০ হয়নি।
পারভেজের ছক্কার রেকর্ড
টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন পারভেজের। আরব আমিরাতের বিপক্ষে আজ পারভেজ এখন পর্যন্ত ছক্কা মেরেছেন ৮টি, যা সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল রিশাদের, ৭টি। ৬টি ছক্কা দুইবার মেরেছিলেন জাকের। এই জাকের আজ ১৩ বলে ১৩ করে আউট হয়েছেন।
মতিউল্লার বলে ৮৪ রান করে ফিরেছিলেন পারভেজও। তবে বলটি নো হওয়ায় বেঁচে গেছেন এই ওপেনার। বাংলাদেশের রান ১৬.২ ওভারে ৫ উইকেটে ১৫৮।
হৃদয়ের পর আউট মেহেদী
স্পিনার ধ্রুব পরাশরের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিটিতে টার্নের সঙ্গে বাউন্স ছিল একটু বেশি। হৃদয় চেয়েছিলেন কাট করতে, কিন্তু ব্যাটের বাইরের অংশে লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে। হৃদয় করেছেন ২০ রান।
হৃদয়ের পর উইকেটে আসা মেহেদী হাসান আউট হয়েছেন ২ রান করে। তাঁকে ফিরিয়েছেন পেসার জাওয়াদউল্লাহ।
বাংলাদেশের রান ১২ ওভারে ৪ উইকেটে ১১৩।
পারভেজের প্রথম
টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি পেলেন পারভেজ। ৫ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার।
বাংলাদেশ ৯ ওভারে ২/৮৯।
লিটনের ফর্ম যেমন
১১ রানে আউট অধিনায়ক লিটন
বাঁহাতি পেসার মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ এক ইনসুইং ইয়র্কারে এলবিডব্লিউ হলেন লিটন দাস। আম্পায়ারের সিদ্ধান্তে মোটেও খুশি নন বাংলাদেশ অধিনায়ক, কিন্তু এই সিরিজে ডিআরএস না থাকায় রিভিউ নেওয়ার সুযোগও নেই। লিটন ফিরেছেন ১১ রান করে, ৮ বলের ইনিংসে ছিল একটি ছক্কা।
৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫।
পারভেজের বিশাল ছক্কা
বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বল। পেসার মতিউল্লাহ খানের করা ফুল লেংথের বলে লং অনের ওপর দিয়ে বড় ছক্কা মেরেছেন ওপেনার পারভেজ।
বাংলাদেশের রান ৫ ওভারে ১ উইকেটে ৪৯। ১৫ বলে ২৪ করে অপরাজিত পারভেজ, লিটন খেলছেন ১১ রানে।
যেভাবে ফিরলেন তানজিদ
অভিষিক্ত পেসার মতিউল্লাহ খানের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার রাহুল চোপড়ার হাতে ক্যাচ দিয়েছেন তানজিদ। ক্রিজে এসেছেন অধিনায়ক লিটন দাস।
দুই ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫।
টসে জিতে ফিল্ডিংয়ে সংযুক্ত আরব আমিরাত
নতুন অধিনায়ক লিটন দাসের টি–টোয়েন্টি যাত্রার শুরুটা হচ্ছে আগে ব্যাটিং দিয়ে। শারজায় সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান