স্ট্রোক করে ১১ দিন ধরে হাসপাতালে গ্রায়েম পোলক

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান গ্রায়েম পোলকফাইল ছবি

গ্রায়েম পোলক, সর্বকালের অন্যতম  সেরা ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি এখন হাসপাতালে। গত ২৭ ফেব্রুয়ারি ৮০তম জন্মদিন পালন করা গ্রায়েম স্ট্রোক করে ১১ দিন আগে ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁর এক সময়ের ট্র্যান্সভাল সতীর্থ স্পুক হ্যানলি জানিয়েছেন এই খবর। হ্যানলি জানিয়েছেন, গত শুক্রবার তিনি হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন।

হ্যানলি জানিয়েছেন, গ্রায়েমের স্ট্রোক–পরবর্তী জটিলতা তেমন বেশি নেই। তিনি হাত-পা নাড়াচাড়া করতে পারছেন, মানুষের কথাবার্তাও বুঝতে পারছেন। তবে হ্যানলি এটাও বলেছেন, শিগগিরই গ্রায়েমের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। স্ট্রোক হওয়ার আগে থেকেই খুব একটা ভালো ছিলেন না গ্রায়েম। কোলন ক্যানসার হয়েছে তাঁর, আছে পারকিনসনস রোগও।

ব্যাট হাতে গ্রায়েম পোলক
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে পোলক পরিবারের বিশাল অবদান। গ্রায়েম ও তাঁর ভাই পিটার পোলক একসঙ্গে খেলেছেন নির্বাসন–পূর্ববর্তী দক্ষিণ আফ্রিকার দলে। পিটার পোলকের ছেলে শন পোলক তো ইতিহাসের অন্যতম সেরা পেস-বোলিং অলরাউন্ডার। গ্রায়েমের বাবা ও ছেলেও খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট, দুজনেরই নামের প্রথম অংশ অ্যান্ড্রু।

আরও পড়ুন

অনেকের চোখেই ক্রিকেট ইতিহাসের সেরা বাঁহাতি ব্যাটসম্যান গ্রায়েম পোলক। ডন ব্র্যাডম্যান বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে শুধু গ্যারি সোবার্সকেই গ্রায়েমের সমকক্ষ মনে করতেন। সেই গ্রায়েম দক্ষিণ আফ্রিকা নির্বাসনে যাওয়ার আগে খেলেছেন ২৩টি টেস্ট। এই ২৩ টেস্টে ৬০.৯৭ গড়ে ২২৫৬ রান করেছেন, ৭ সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংস ২৭৪। ১৯৯৯ সাল পর্যন্ত এটিই ছিল টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। টেস্টে যারা কমপক্ষে ৪০ ইনিংস ব্যাট করেছেন তাঁদের মধ্যে ব্যাটিং গড়ে গ্রায়েমের ওপরে আছেন শুধু ব্র্যাডম্যান।

আরও পড়ুন