সামারাবিক্রমার ব্যাটে শ্রীলঙ্কার প্রথম জয়

সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৯১ রানেছবি: এএফপি

অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। টানা তিন হারে টুর্নামেন্ট শুরু করা দলটি আজ চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুখস্মৃতি নিয়ে নামা ডাচরা প্রথমে ব্যাট করে তোলে ২৬২ রান। তাড়া করতে নেমে ১০ বল আর ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কাকে টুর্নামেন্টে প্রথম জয়টি এনে দিয়েছেন সাদিরা সামারাবিক্রমা। চারে নামা ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০৭ বলে ৯১ রান করে।

গত সপ্তাহে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন সামারাবিক্রমা। আজ সেই ছন্দটা টেনে আনেন লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে। সামারাবিক্রমা ইনিংসের ১০ম ওভারে যখন মাঠে নামেন, শ্রীলঙ্কার রান তখন ২ উইকেট হারিয়ে ৫২। নেমেই আউট হয়ে যেতে পারতেন। অফস্পিনার আরিয়ান দত্তকে সামনে এগিয়ে খেলতে গেলে বল ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় পেছনে। কিছুটা বাউন্স হওয়ায় উইকেটকিপার স্কট এডওয়ার্ডস গ্লাভসে নিতে পারেননি, নইলে স্টাম্পিং হতে পারতেন শূন্য রানেই।

সামারাবিক্রমা দল জিতিয়ে মাঠ ছেড়েছেন
ছবি: এএফপি

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ‘নতুন জীবন’ পাওয়ার পর নেদারল্যান্ডসকে আর বড় সুযোগ দেননি। মাঠ ছেড়েছেন জয় নিশ্চিত করে। মাঝপথে পাতুম নিশাঙ্কার সঙ্গে ৫২, চারিত আসালাঙ্কার সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৬ রানের তিনটি জুটি গড়েন তিনি। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ার পর নিশাঙ্কা ফেরেন ৫৪ রানে, আসালাঙ্কা ৪৪ আর ধনাঞ্জয়া ৩০ রানে। রান রেট নাগালে থাকায় তাড়াহুড়া করেননি সামারাবিক্রমা। সাতে নামা দুশান হেমন্তকে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছান ৪৯তম ওভারের দ্বিতীয় বলে।

আরও পড়ুন

এর আগে নেদারল্যান্ডসকে লড়াই করার মতো পুঁজি এনে দেন সাত ও আট নম্বরে নামা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। টস জিতে ব্যাট করতে নামা ডাচরা কাসুন রাজিতার পেস-তোপে পড়ে ৯১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট ও ফন বিক। বিশ্বকাপ ইতিহাসে সপ্তম বা এর পরের উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এত দিন সর্বোচ্চ ছিল ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের কপিল দেব ও সৈয়দ কিরমানির অবিচ্ছিন্ন ১২৬ রানের জুটিটি।

সপ্তম উইকেটে ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট–ফন বিক
ছবি: এএফপি

৮২ বলে ৭০ রানের ইনিংস খেলে এঙ্গেলব্রেখট আউট হন দলকে ২২১ রানে রেখে। আর নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ফন বিক ৭৫ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে রাজিতা ৪৯ রানে ৪ এবং দিলশান মাদুশঙ্কা ৫০ রানে ৪ উইকেট নেন।

শেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কাকে জেতার জন্য সামারাবিক্রমার অপরাজিত ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচসেরাও হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ৪৯.৪ ওভারে ২৬২ (এঙ্গেলব্রেখট ৭০, ফন বিক ৫৯, অ্যাকারম্যান ২৯; রাজিতা ৪/৪৯, মাদুশঙ্কা ৪/৫০)।

শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৬৩/৫ (সামারাবিক্রমা ৯১*, নিশাঙ্কা ৫৪, আসালাঙ্কা ৪৪, ধনাঞ্জয়া ৩০; আরিয়ান ৩/৪৪)।

ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সাদিরা সামারাবিক্রমা।