বিপিএল:তানজিদ-নাজিবুল্লাহর ব্যাটে চট্টগ্রামের দ্বিতীয় জয়

ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার ফিল্ডারদের সঙ্গে হাত মেলাচ্ছেন চট্টগ্রামের খেলোয়াড়েরাপ্রথম আলো

মিরপুরে বিপিএলের দিনের ম্যাচে সময় যত গড়াবে, ব্যাটিং তত সহজ হবে। আজ দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচেও তা–ই হলো। ঘন কুয়াশায় টসে হেরে ব্যাটিং করতে নামা দুর্দান্ত ঢাকা থেমে যায় টেনেটুনে ৮ উইকেটে ১৩৬ রান করে। সেই রান ১০ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম। চার দিনে টানা তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল শুভাগত হোমের দল।

আরও পড়ুন

স্কোরবোর্ডে রান কম থাকায় জিততে হলে ঢাকার দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে বিশেষ কিছু করতে হতো। খরুচে বোলিং করলেও নতুন বলে শরীফুল তা করেছেনও। প্রথম স্পেলেই আউট করেছেন আভিস্কা ফার্নান্ডো (১২) ও ইমরানুজ্জামানকে (১)। শরীফুলের চেনা ইনসুইংয়ে দুজনই এলবিডব্লু।

তবে শুরুর ধাক্কাটা সামনে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান। চট্টগ্রামের প্রথম দুই ম্যাচে ২ ও ১৯ রান করে আউট হওয়া এই বাঁহাতি আজ ইনিংসের শুরু থেকেই ব্যাটের মাঝে বল পেয়েছেন। পাওয়ারপ্লেতে ৪টি বাউন্ডারি মেরে রান তাড়ার চাপটা কিছুটা কমিয়ে নেন তানজিদ, চারে নামা শাহাদাত হোসেনের সঙ্গে জুটিতে যোগ করেন ৫২ বলে ৫৩ রান। শাহাদাত ৩১ বলে ২২ রান করে আউট হলেও মাঝের ওভারে রান তোলার গতি কমে যেতে দেননি তানজিদ।

৪৯ রান করে ম্যাচসেরা চট্টগ্রামের ওপেনার তানজিদ
প্রথম আলো

তবে ইনিংসের ১৬তম ওভারে তাসকিনের বলে কাভার পয়েন্টের ওপর দিয়ে মারতে গিয়ে অ্যালেক্স রসের হাতে ক্যাচ দেন চট্টগ্রামের ওপেনার। তাঁর ৪০ বলে ৪৯ রানের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। ততক্ষণে ম্যাচ চট্টগ্রামের হাতে চলে এসেছে। নজিবউল্লাহ জাদরান (১৯ বলে ৩২) ও শুভাগত হোম (১১ বলে ৭) অপরাজিত থেকে বাকি কাজটা শেষ করে আসেন।

আরও পড়ুন

এর আগে ঢাকার ব্যাটিংয়ের সময় কন্ডিশন ছিল সম্পূর্ণ ভিন্ন। তখনো কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দেয়নি। কনকনে শীতের মধ্যে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। দুই ওপেনার দানুস্কা গুনাতিলকা ও মোহাম্মদ নাঈমের কাজটা যে সহজ হবে না, সেটা অনুমান করা যাচ্ছিল শুরু থেকেই। হয়েছেও তা–ই। চট্টগ্রামের পেসার আল আমিন হোসাইনের বল বিশাল সুইং করেছে। স্পিনারদের বলও সহজে খেলা যাচ্ছিল না।

ফলাফল, ৭.৫ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট নেই ঢাকার। এর মধ্যেই আবার ওপেনার গুনাতিলকাকে বলের আঘাতে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। তাঁর কনকাশন সাব হয়ে নামা আরেক শ্রীলঙ্কান লাসিথ ক্রুসপুল্লে এসে ঢাকাকে কিছুটা স্বস্তি দেন। ইরফান শুক্কুরকে নিয়ে ৪৯ বলে ৭৩ রান যোগ করেন ক্রুসপুল্লে। ইরফানের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৭ রান। ক্রুসপুল্লে ৩১ বলে করেন ৪৬ রান।

আজ দারুণ ব্যাট করেছেন তানজিদ
প্রথম আলো

তরুণ এই লঙ্কান ব্যাটসম্যান ১৪৬ স্ট্রাইক রেটের ইনিংসটা সাজিয়েছেন ৩টি চার ও ২টি ছক্কায়। দুজন মিলে ঢাকার রানটাকে ১০০-এর ওপারে নিয়ে যান। শেষের দিকে তাসকিন ৯ বলে ১৫ রান যোগ করলে ঢাকা লড়ার মতো রান পায়। কিন্তু চট্টগ্রামের ব্যাটসম্যানরা সেই রান তাড়া করেন খুব সহজেই।

সংক্ষিপ্ত স্কোর:

দুর্দান্ত ঢাকা: ২০ ওভারে ১৩৬/৮ (গুনাতিলকা ১, নাঈম ৮, সাইফ ৯, মোসাদ্দেক ০, রস ১১, ইরফান ২৭, ক্রোসপুল ৪৬, চতুরঙ্গ ৩, উসমান ৫*, তাসকিন ১৫, শরীফুল ১* ; শুভাগত ১/২০, আল-আমিন ২/১৫, শহীদুল ০/৩১, বিলাল ২/২৮, নিহাদুজ্জামান ১/২৯, ক্যাম্ফার ১/১০)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮.২ ওভারে ১৩৭/৪ ( ফার্নান্দো ১২, তানজিদ ৪৯, ইমরানুজ্জামান ১, শাহাদত ২২, নজিবুল্লাহ ৩২*, শুভাগত ৭* ; শরীফুল ২/৪০, মোসাদ্দেক ০/১১, তাসকিন ১/২৬, সানি ০/১৪, চতুরঙ্গ ০/২৬, উসমান ১/২৬)।

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: তানজিদ হাসান

আরও পড়ুন