আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট গেছে বাংলাদেশ দল। দুপুরে করেছে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন।
কদিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে সুস্থ হয়েই গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।
জাকিরের জায়গায় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো শুরুই করেছেন। মোহামেডান আজ প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হারলেও তাদের হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন সর্বশেষ বিপিএলেও উজ্জ্বল রনি।