আদ্যন্ত ব্যাটিংয়ে ফ্লাওয়ার-জাভেদদের মনে করালেন বাভুমা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি উদ্‌যাপন টেম্বা বাভুমারছবি: এএফপি

৪৯তম ওভারের শেষ বলটায় ভাঙল লুঙ্গি এনগিডির ১০ বলের প্রতিরোধ। জশ হ্যাজলউডের বলটিতে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন কোনো রান না করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসও শেষ এখানেই।

খুব বেশি নয়, ব্লুমফন্টেইনে প্রথম ওয়ানডেতে অলআউট হওয়ার আগে ২২২ রানই করতে পেরেছে প্রোটিয়ারা। ম্যাচের শেষ নয়, এটা ছিল শুধু প্রথম ইনিংসের শেষ। কিন্তু অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা দৌড়ে এসে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উইকেট পাওয়ার উচ্ছ্বাস
ছবি: এএফপি

ম্যাচের নিষ্পত্তি না হলেও তখনই যে অসাধারণ একটি কীর্তি গড়ে ফেলেছেন বাভুমা। দলের ইনিংসের শুরু থেকে শেষ—আদ্যন্ত ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা যে ৪৯ ওভার ব্যাটিং করেছে, এর মধ্যে ১৪২ বল একাই খেলেছেন বাভুমা। ১৪টি চার ও ১টি ছয়ে অপরাজিত ছিলেন ১১৪ রান করে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৩তম খেলোয়াড় হিসেবে আদ্যন্ত ব্যাটিং করার কীর্তি গড়েছেন বাভুমা। দক্ষিণ আফ্রিকানদের মধ্যে এর আগে এই কীর্তি গড়েছেন হার্শেল গিবস। সাবেক প্রোটিয়া ওপেনার ২০০০ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ছিলেন ৫৯ রান করে। তাঁর দল করেছিল ১০১ রান।

আদ্যোপান্ত ব্যাটিং করার কীর্তি আছে বাংলাদেশের জাভেদ ওমরেরও
ফাইল ছবি

ওয়ানডে ক্রিকেটে প্রথম এই কীর্তি গড়েন গ্রান্ট ফ্লাওয়ার, ১৯৯৪ সালে। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ২০৫ রানে তিনি অপরাজিত ছিলেন ৮৪ রান করে। জিম্বাবুইয়ানদের মধ্যে এই কীর্তি নেই আর কারও।

পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দুজন করে খেলোয়াড় এই কীর্তি গড়েছেন। বাংলাদেশের একজনও আছেন এই কীর্তি গড়াদের তালিকায়। ২০০১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ৩০.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচে ৩৩ রান করে অপরাজিত ছিলেন জাভেদ ওমর। আদ্যন্ত ব্যাট করে সবচেয়ে কম রানে অপরাজিত থাকা ইনিংস এটাই।