হার্দিক পান্ডিয়ার সঙ্গে কি সত্যিই প্রেম ছিল এশা গুপ্তার

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা ও ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াছবি: এক্স

সাহসী অভিনয়, ফ্যাশন সচেতনতা ও সৌন্দর্যের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। এবার তিনি আলোচনায় ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে।

গুঞ্জনটা অবশ্য অনেক পুরোনো। ২০১৮ সালে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন করেছিল, বয়সে ৮ বছরের ছোট পান্ডিয়ার সঙ্গে প্রেম করছেন এশা। দুজনকে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গেছে, এমন দাবি ছিল সেসব খবরে। যদিও এ ব্যাপারে দুজনই মুখে কুলুপ এঁটে ছিলেন।

অবশেষে ৭ বছর পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এশা। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পান্ডিয়ার সঙ্গে দু–একবার দেখা হয়েছিল তাঁর। ফোনে কথাও বলতেন।

সম্প্রতি উপস্থাপক সিদ্ধার্থ কান্নানকে (বাঁয়ে) সাক্ষাৎকার দিয়েছেন এশা গুপ্তা
ছবি: এক্স

তবে দুজনের পারস্পরিক যোগাযোগের বিষয় নিশ্চিত করলেও সম্পর্কটা প্রেম–ভালোবাসায় গড়ায়নি বলে দাবি এশার, ‘হ্যাঁ, আমাদের মধ্যে কয়েক মাস কথা হয়েছে। কিন্তু এটাকে আমি ডেটিং মনে করি না। আমরা একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যেখান থেকে সম্পর্ক গড়ে উঠতে পারত। তবে তা হয়নি। শুরু হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। তাই এটাকে ডেটিং বলা যাবে না।’

সাবেক এই ‘মিস ইন্ডিয়া’ আরও বলেন, ‘আমরা দু–একবার দেখা করেছি। ব্যস, এটুকুই। এটা কয়েক মাস স্থায়ী ছিল। তারপর শেষ হয়ে গেছে। আমরা হয়তো জুটি হতে পারতাম। কিন্তু আমাদের ভাগ্যে সেটা (সেলিব্রিটি জুটি হওয়া) ছিল না। একটা জুটির মধ্যে যে ধরনের সামঞ্জস্য থাকা দরকার, সেটা আমাদের মধ্যে ছিল না। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ আছে। আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রশংসা করতে পারি না। আমি এতটা আত্মকেন্দ্রিক নই।’

এশা গুপ্তার সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি উঠে এসেছে
ছবি: ইউটিউব ভিডিও থেকে

২০১৯ সালে ‘কফি উইথ করণ’ টক শোতে হার্দিক পান্ডিয়ার নারীদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্যে ভারতে শোরগোল উঠেছিল। এশাও পান্ডিয়ার সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন। তবে এখন বলছেন, ‘সেই ঘটনার সময় আমাদের কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ওসব নিয়ে আমার মনে কিছুই হয়নি। এখন আর এ নিয়ে কিছুই বলার নেই।’

আরও পড়ুন

এশা গুপ্তার সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার পর ২০২০ সালের প্রথম দিনেই হার্দিক পান্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সার্বিয়ান মডেল ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচের সঙ্গে তিনি বাগ্‌দান সেরেছেন। সেই বছরের মে মাসে বৈশ্বিক মহামারি করোনার সময় তাঁরা আদালতে গিয়ে খুব সাদামাটা আয়োজনে বিয়েও করেন। মাস দুয়েক পরেই তাঁদের পুত্রসন্তান অগস্ত্যর জন্ম হয়।

সার্বিয়ান মডেল ও নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সংসার টেকেনি
ছবি: ইনস্টাগ্রাম

পান্ডিয়া–নাতাশার সংসার ভালোই চলছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে দুজন ঘটা করে আবারও বিয়ে করেন। কিন্তু হঠাৎ কী যে হলো! গত বছরের জুলাইয়ে দুজন পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের ঘোষণা দেন।

নাতাশার সঙ্গে ছাড়াছাড়ির পর ব্রিটিশ গায়িকা ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়ার সঙ্গে পান্ডিয়া প্রেম করছেন বলে গুঞ্জন। গত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের একাধিক ম্যাচ দুবাই স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেছেন জেসমিন। উইকেট পাওয়ার পর পান্ডিয়াকে উদ্দেশ করে জেসমিনকে উড়ন্ত চুম্বন দিতেও দেখা গেছে।

এবারের আইপিএলেও পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ মাঠে বসে উপভোগ করছেন জেসমিন। শুধু কি তাই? গত ৩১ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের জয়ের পর জেসমিনকে পান্ডিয়াদের টিম বাসে উঠতেও দেখা গেছে।

এশা গুপ্তা বর্তমানে স্প্যানিশ ব্যবসায়ী মানুয়েল কাম্পোস গায়ারের সঙ্গে প্রেম করছেন
ছবি: ইনস্টাগ্রাম

এশা গুপ্তা এখনো বিয়ে করেননি। বর্তমানে স্প্যানিশ ব্যবসায়ী মানুয়েল কাম্পোস গায়ারের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী।