নিজেকে দুর্ভাগা ভাবেন না তাসকিন

বিদেশি লিগে খেলার একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদপ্রথম আলো

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় তাসকিন আহমেদ। জাতীয় দলের এই পেসারের এ বছরের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে খেলার প্রস্তাব ছিল। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের বছরে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। ইয়র্কশায়ারকে তাই ‘না’ বলে দিয়েছেন তাসকিন আহমেদ। এর আগে গত বছর জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি প্রত্যাখ্যান করেছেন আইপিএল এবং পিএসএলে খেলার প্রস্তাবও।

তাসকিন আজ শ্যামলীতে এক অনুষ্ঠানে তরুণ বোলারদের টিপস দিতে গিয়ে সাংবাদিকদের এ নিয়ে বলেছেন, ‘ইয়র্কশায়ার কাউন্টি থেকে আমার ডাক এসেছিল। তারা আমাকে লম্বা সময়ের জন্য চেয়েছিল। কোচ এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। ওয়ার্কলোড এবং অন্যান্য দিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিল দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য আমাকে ছাড়বে না। এটা ঠিকই আছে। সামনের খেলাগুলো ভালো করতে পারলে, সুস্থ থাকলে পরে আরও সুযোগ আসবে।’

গত বছর আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পিএসএলের দল মুলতান সুলতানসের হয়ে খেলার সুযোগ ছিল তাসকিনের। জাতীয় দলের ব্যস্ততায় সেই দুই প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে।

এই যে বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েও খেলা হচ্ছে না, সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়ে জাতীয় দলে খেলছেন—এসবের অনুভূতি যেন একটু মিশ্রই তাঁর, ‘খেলোয়াড় হিসেবে কে না ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চায়! তবে এটাও চিন্তা করতে হবে যে জাতীয় দলের খেলার সময় আমরা কীভাবে যাই! আমি যেহেতু তিন সংস্করণে খেলছি, এটা আমার জন্য কঠিনই। কিন্তু যখন হাতে সময় থাকে, তখন খেলতে যেতে না পারলে খারাপ লাগে।’

অনুশীলনে তাসকিন ও খালেদ
প্রথম আলো

তবে এ জন্য নিজেকে দুর্ভাগা মনে করেন না তাসকিন, ‘আশা করি ভবিষ্যতে সুযোগ আসবে। মাঝে মাঝে খারাপ লাগে, আবার ভালোও লাগে মনে হয়। দুর্ভাগা মনে হয় না। হ্যাঁ, কিছু ব্যক্তিগত অর্জনের জন্য লিগগুলো খেলতে চাই। আশা করি, ভবিষ্যতে ফাঁকা সময়ে খেলতে পারব।’

আরও পড়ুন

আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাসকিনকে আপাতত টেস্ট ক্রিকেটে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তাঁকে রাখা হলেও খুব জরুরি না হলে খেলানোর কথা নয়। দলের সঙ্গে রেখে তাসকিনের পরিচর্যা করাটাই টিম ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য।

তাসকিন বললেন, ‘ক্রিকেট বোর্ড আমার অনেক দেখাশোনা করছে, এটা আমার ভাগ্যের বিষয়। একটু নিরাপদে রাখার চেষ্টা করছে যেন আমি দেশের হয়ে সব ম্যাচ খেলতে পারি, ভবিষ্যতে সময় পেলে যেন লিগেও খেলতে পারি।’

আরও পড়ুন