ডি ভিলিয়ার্সকে ‘একটু বেশি’ ফলো করেন শামীম

বিপিএলে চিটাগং কিংসের হয়ে রানের মধ্যে আছেন শামীম হোসেনপ্রথম আলো

উইকেটের পেছনে শামীম হোসেনকে প্রায়ই অদ্ভুত অনেক শট খেলতে দেখা যায়। ঝোড়ো গতিতে রান তুলতেও ভালোই পারেন। বাংলাদেশে এ ধরনের ব্যাটসম্যান সচরাচর দেখা যায় না।

গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ২৪ রানে জয়ের ম্যাচেও যেমন ১২ বলের ইনিংসে ৩ ছক্কা ও সমান চারে ৩০ রান করেছেন শামীম। এ ম্যাচে ২৪ রানে জিতে রংপুর রাইডার্সকে পেছনে ঠেলে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং।

দলকে জিতিয়ে সংবাদ সম্মেলনে আসা শামীমের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর ব্যাটিংয়ে ‘মিস্টার ৩৬০’–খ্যাত দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের প্রভাব নিয়ে। উত্তরে শামীম বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে স্পেশালি।’

শামীম এবারের বিপিএলে নিয়মিতই রান করেছেন। চিটাগং কিংসকে প্লে-অফে তোলার পথে ১২ ম্যাচে করেছেন ২৬৬ রান, স্ট্রাইক রেট ১৬১.২১। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের হয়েও দুই শর বেশি স্ট্রাইক রেটে ৩৫ ও ২৭ রানের দুটি ইনিংস খেলেছিলেন; যদিও এর আগে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন।

ডি ভিলিয়ার্স উইকেটের চারপাশে শট খেলে অভ্যস্ত ছিলেন।
ছবি: আইপিএল

নিজের ব্যাটিংয়ে ঠিক কী পরিবর্তন এনে শামীম এখন সফল হচ্ছেন? ‘পরিবর্তন বলতে তেমন কিছুই না। জাস্ট হেড পজিশন আর এলবোটা ঠিক করেছি,’ বললেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

আরও পড়ুন

বিপিএল বিতর্কে এবার ভালোভাবেই জড়িয়েছিল চিটাগং কিংসের নাম। তবে আলোচনা-সমালোচনা পেরিয়ে মাঠের ক্রিকেটে তারা সফল। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে প্লে–অফে পৌঁছেছে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে। এমন সাফল্যের পেছনে খেলোয়াড়দের নিজেদের দিকে মনোযোগ রাখাই বড় ভূমিকা রেখেছে জানিয়েছেন শামীম, ‘আমাদের দলের পরিবেশও অনেক ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। আমরা ওগুলোর দিকে তাকাইনি। আমরা শুধু খেলার মধ্যে ছিলাম। টিম বন্ডিংটাও এ জন্য অনেক ভালো ছিল।’

১২ বলের ইনিংসে এমন একাধিক অপ্রচলিত ধারার শট খেলেছেন শামীম হোসেন
প্রথম আলো

আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। শামীমের আশা, ফাইনালে ওঠার জন্য তাঁর দলের দ্বিতীয় কোয়ালিফায়ারে যেতে হবে না, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। অবশ্যই (এই জয়) হেল্প করবে। আমরা যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি, একটু বাড়তি আত্মবিশ্বাস থাকবে।’
চিটাগং-বরিশাল প্রথম কোয়ালিফায়ার আগামীকাল সন্ধ্যায়।