দর্শক মাতাতে সিলেটে বিপিএল

স্টেডিয়ামের ফটকে জার্সি বিক্রির অস্থায়ী দোকানপ্রথম আলো

শহরের জিন্দাবাজার মোড়ে চোখে পড়ল ব্যানারটা। রিকশাচিত্রে সাজানো ব্যানারে লেখা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি২০ ২০২৪’। আরেকটু এগোতেই দেখা গেল দুর্দান্ত ঢাকার আরেকটি ব্যানার। সিলেট নগরের ব্যস্ততম এই মোড়ে এলে যে কেউই বুঝবেন সিলেটে এসে গেছে বিপিএলের আসর। আগামীকাল থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের সিলেট পর্ব, ৬ দিনে বিপিএলের ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর মধ্যে পাঁচ দিনই ম্যাচ আছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের। স্বাভাবিকভাবেই আজ সকাল থেকে সিলেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারে ছিল স্থানীয় সমর্থকদের ভিড়। স্টেডিয়ামের সামনে বিক্রি হচ্ছিল বিপিএলের দলগুলোর জার্সি। কিন্তু সেখানে দেখা গেল না সিলেটের জার্সিই! এক বিক্রেতা হতাশ হয়ে বললেন, ‘সিলেটের জার্সি এখানে বিক্রি করা মানা। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ঘোষণা দিয়েছেন এভাবে খোলা জায়গায় জার্সি বিক্রি করলে জরিমানা করবে।’

তবু আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেটের ম্যাচে যে গ্যালারি সিলেটের জার্সির রঙে গোলাপি হয়ে উঠবে, এতে সন্দেহ নেই। গতবার নিজেদের প্রথম মৌসুমেই সিলেট হয়ে ওঠে সাধারণ দর্শকদের প্রিয় দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় দর্শকদের যে উপচে পড়া ভিড় দেখা গেছে, সেটা অন্য কোনো স্টেডিয়ামে বিপিএলের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য দেখা যায়নি।

কাউন্টারে টিকিট–প্রত্যাশীদের ভিড়
প্রথম আলো

মাশরাফিদের সমর্থন ছিল মিরপুর, চট্টগ্রামেও। তারুণ্যের সৌজন্যে সিলেটের আক্রমণাত্মক ক্রিকেটও মাঠে টেনেছে দর্শকদের। প্রথমবার এসেই সিলেট দাপট দেখিয়ে নিশ্চিত করে প্লে–অফ। শেষ চারের লড়াইয়ে হোঁচট খেলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটা। কিন্তু ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে স্বপ্নযাত্রার ইতি ঘটে সিলেটের। কাল সেই কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিপিএলের সিলেট পর্ব শুরু করবে স্ট্রাইকার্সরা।

আরও পড়ুন

ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন স্ট্রাইকার্সের খেলোয়াড়েরাও। আজ অনুশীলনের পর সাংবাদিকদের এ কথাই বললেন দলের ক্রিকেটার তানজিম হাসান, ‘সিলেটে যখনই আমরা খেলতে আসি, অনেক ভালো দর্শক পাই, সমর্থন পাই। তারা আমাদের অনুপ্রেরণা দেয়।’ তবে দর্শকের সঙ্গে চলে আসে প্রত্যাশার চাপও। তানজিম অবশ্য সে চাপটা নিচ্ছেন না, ‘দর্শকেরা আমাদের অনুপ্রেরণা। কখনোই চাপ হিসেবে নিই না। যত বেশি দর্শক আসবে, তত ভালো খেলার উৎসাহ পাব।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটের টাওয়ারে বিপিএলের ব্যানার
প্রথম আলো

দর্শকদের মাঠে টানতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও সেজেছে দারুণ সাজে। চা–বাগানে ঘেরা স্টেডিয়ামের রাস্তার পাশে রঙিন ব্যানার। মাঠের ভেতরে ফ্ল্যাডলাইটের টাওয়ারেও তা–ই। স্টেডিয়ামের ভেতরে উড়ছে স্কাই বেলুন, সেখানেও দর্শকদের মাঠে এসে টি-টোয়েন্টির বিনোদন নেওয়ার আহ্বান। সিলেটের দর্শকেরা তাতে সাড়া দিলে লাভটা তাদের দল সিলেট স্ট্রাইকার্সেরই বেশি।

আরও পড়ুন