টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কার

গেইল ও আফ্রিদিফাইল ছবি

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ আলোচনায়। বিশেষ করে আইপিএলে চরম মারমুখী ব্যাটিংয়ের পরই এটি বেশি করে আলোচনায় এসেছে। স্ট্রাইক রেট বিবেচনা করে কেউ কেউ তো বর্তমানের টি–টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বিরাট কোহলি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বেমানানও ঘোষণা করে দিচ্ছেন!

প্রসঙ্গ যখন স্ট্রাইক রেট, তাহলে একটি প্রশ্ন করা যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট কার?

প্রশ্নটি শুনে অনেকের চোখের সামনেই হয়তো ভেসে উঠবে ক্রিস গেইলের মুখ। কারণ, একটা সময় ছিল—টি–টোয়েন্টির মারদাঙ্গা ব্যাটিং মানেই যেন ছিলেন গেইল! এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যানের ব্যাট থেকে।

আরও পড়ুন

তবে গেইল নন, টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার রেকর্ডটি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় গেইল আছেন পঞ্চম স্থানে। গেইল কিংবা আফ্রিদির কেউই এবারের বিশ্বকাপে নেই। এখনো খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ইংলিশ অধিনায়ক জস বাটলারের।

এখনো খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ইংলিশ অধিনায়ক জস বাটলারের
রয়টার্স

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্ট–সেরা হয়েছিলেন আফ্রিদি। সেবার ব্যাট হাতে ১৯৭ স্ট্রাইক রেটে আফ্রিদি করেছিলেন ৯১ রান, আর বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। যদিও সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি পাকিস্তান, ফাইনালে তারা হারে ভারতের কাছে।

তবে ২০০৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেরই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। সব মিলিয়ে আফ্রিদি টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট করেছেন ৩২ ইনিংসে। ৫৪৬ রান করেছেন ১৫৪.২৩ স্ট্রাইক রেটে। আফ্রিদির গড় যদিও ছিল খুবই সাদামাটা—১৮.৮২।

আরও পড়ুন

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। ১৫ ইনিংসে ৪৪.৬১ গড়ে পিটারসেন রান করেছেন ৫৮০। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের বিশ্বকাপে স্ট্রাইক রেট ছিল ১৪৮.৩৩।

ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের বিশ্বকাপে স্ট্রাইক রেট ছিল ১৪৮.৩৩
ফাইল ছবি

সব মিলিয়ে বাটলার আছেন তিন নম্বরে, আর এবারের বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। বিশ্বকাপে তাঁর স্ট্রাইক রেট ১৪৪.৪৮। ইংল্যান্ড অধিনায়ক ম্যাচ খেলেছেন ২৭টি, রান করেছেন ৭৯৯। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স আছেন তালিকার চতুর্থ স্থানে। ২৯ ইনিংসে ডি ভিলিয়ার্স ৭১৭ রান করেছেন ১৪৩.৪০ স্ট্রাইক রেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান গেইল ব্যাটিং করেছেন ১৪২.৭৫ স্ট্রাইক রেটে। ৩১ ইনিংসে গেইল করেছেন ৯৬৫ রান।

আরও পড়ুন