টেন্ডুলকারের এই রেকর্ডটাও এখন কোহলির

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি পর বিরাট কোহলিএএফপি

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল শুবমান গিল ফেরার পর বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামলেন ৫ ওভারে ভারতের স্কোর তখন ৩০/১। সেই কোহলি ফিরলেন ৪৩তম ওভারে দলকে ২২৫ রানে রেখে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮৪ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিটা হাতছাড়া করলেও বড় এক রেকর্ড গড়েই ফিরেছেন কোহলি।

রেকর্ডটা আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস খেলার। যাঁর ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কেড়েছেন, সেই শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড কাড়লেন কোহলি। গতকালের ইনিংসটি ছিল বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে কোহলির ২৪তম ৫০ বা এর বেশি রানের ইনিংস। টেন্ডুলকারে ৫০ ছাড়ানো ইনিংস ২৩টি।

কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থ
ফাইল ছবি

টেন্ডুলকারের চেয়ে ৭ ম্যাচ ও ৫ ইনিংস কম খেলেই রেকর্ডটা ভাঙলেন কোহলি। ১৯৯২ বিশ্বকাপ থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত ১১টি বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট খেলে ৭টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকারের। ৬টি বিশ্বকাপ ও ৫টি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা ৬১ ম্যাচে ৫৮ বার ব্যাট করেছেন টেন্ডুলকার।

আরও পড়ুন

অন্যদিকে ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত চারটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন কোহলি। এই ৮টি টুর্নামেন্টে ৫৪ ম্যাচে ৫৩ বার ব্যাট করছেন তিনি। বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্টে গড়েও টেন্ডুলকারের চেয়ে অনেক এগিয়ে কোহলি। ৬৫.১৫ গড়ে ২৫৪১ রান তাঁর। অন্যদিকে টেন্ডুলকার ৫২.২৮ গড়ে করেছেন ২৭১৯ রান। বৈশ্বিক আসরে মোট রানে শুধু টেন্ডুলকারই এগিয়ে কোহলির চেয়ে।

আরও পড়ুন