কেন বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ মোস্তাফিজ
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তিনি দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেথ ওভারে তাঁর টি-টোয়েন্টির পরিসংখ্যানও ঈর্ষণীয়। মোস্তাফিজ দলে থাকলে বাংলাদেশ ভালো খেলে, এমন একটা বিশ্বাস তৈরি হয়েছে। সাইফ হাসান বলেন, মোস্তাফিজ সংকটময় পরিস্থিতিতে বোলিং করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন।