হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন কারা

বিসিবির এইচপি দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়প্রথম আলো

জাতীয় দলের হয়ে খেলা ৮-৯ জন ক্রিকেটারকে রেখেই অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বিসিবি। তিন সংস্করণের জন্য তিনটি দল ঘোষিত হলেও অনেক খেলোয়াড়ই আছেন একাধিক দলে।

দুটি চার দিনের ম্যাচের জন্য ঘোষিত দলে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন সাদমান হোসেন, মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন মাহমুদুল, সহ-অধিনায়ক শাহাদাত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন, সহ-অধিনায়ক আকবর আলী। এ ছাড়া সাদা বলের দুই দলেই আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, শামীম হোসেন ও আবু হায়দার।

এইচপি দল নিয়ে নির্বাচক হান্নান সরকার বিসিবির এক ভিডিও বার্তায় বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফর আমাদের যেকোনো পর্যায়ের দলের জন্যই একটা বড় সফর। অনেক দিন ধরে বাংলাদেশ দলের সেখানে খেলার সুযোগ হচ্ছে না। আমাদের অন্য দলগুলোও সুযোগ পাচ্ছিল না। সেদিক থেকে এটা অনেক বড় সুযোগ। সফরে আমরা তিনটি সংস্করণেই খেলছি।’

এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহাদাত হোসেন, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান
শামসুল হক

তিন দলেই কয়েকজন করে জাতীয় দলের ক্রিকেটার রাখার কারণ ব্যাখ্যা করে হান্নান বলেছেন, ‘লক্ষ করবেন, এইচপি, টাইগার্স এবং জাতীয় দলের খেলোয়াড়দের একটা মিশ্রণ আছে। আমরা জানি যে ২০২৭ সালে আমাদের অস্ট্রেলিয়ায় সফর রয়েছে। সেদিক থেকে এটা আমাদের জন্য বিরাট সুযোগ।’

পরে হান্নান যোগ করেছেন, ‘২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারে, এমন কিছু খেলোয়াড়কে আমরা চার দিনের ম্যাচের দলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া দীর্ঘ পরিসরে খেলার মানসিকতার খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাদা বলের ক্রিকেটে যাদের নিয়ে চিন্তা করি, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, অমিত হাসান, শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লাহ, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, হাসান মুরাদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

৫০ ওভারের ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

টি-টোয়েন্টি ম্যাচের দল: তানজিদ হাসান, জিশান আলম, পারভেজ হোসেন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল, মারুফ মৃধা।

আরও পড়ুন