দুই দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের ‘এমন পারফরম্যান্স বিরক্তিকর’

লিটন দাসছবি: এএফপি

টানা চার ম্যাচে হার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দল এরপর হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শক্তিশালী এই চার দলের বিপক্ষে লড়াই করতে পারেনি সাকিব আল হাসানের দল। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।

স্বাভাবিকভাবেই ক্রিকেট-বিশ্বে বাংলাদেশকে নিয়ে প্রশংসা নয়, চলছে সমালোচনা। আর কতটি বিশ্বকাপে এভাবে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ? ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, দুই দশক ধরে টেস্ট খেলা একটি দলের এমন পারফরম্যান্স বিরক্তিকর।

আরও পড়ুন

বাংলাদেশ প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছে ১৯৯৯ সালে। প্রথম বিশ্বকাপেই বাংলাদেশ হারায় শক্তিশালী পাকিস্তানকে। জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষেও। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ কোনো জয় পায়নি। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বাংলাদেশ জয় পায় তিন ম্যাচে।

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ
এএফপি

২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও তিন ম্যাচ জেতে বাংলাদেশ। অর্থাৎ, চলতি বিশ্বকাপের আগের চার বিশ্বকাপেই বাংলাদেশের ফলাফল একই, তিনটি করে ম্যাচ জিতেছে। চলতি বিশ্বকাপে তো এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতির গ্রাফ না থাকায় হতাশ অনেকেই।

ক্রিকেট-বিশ্লেষক আকাশ চোপড়া সেই দলেরই একজন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আবারও প্রত্যাশার চেয়ে কম পারফর্ম করা দলই থেকে গেল।’ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলুক বা না-খেলুক, এ দেশের সমর্থকদের চোখ দলের ওপরই থাকে। ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের আগ্রহ কেমন, সেটা নতুন করে আলোচনার প্রয়োজন নেই। ভারতের সাবেক এই সাবেক ক্রিকেটারের কথায় এ দেশের সমর্থকদের প্রসঙ্গও উঠে এসেছে, ‘বাংলাদেশের সমর্থকদের আগ্রহের প্রশংসা করছি। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার মর্যাদা পাওয়া একটা দেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর।’

আরও পড়ুন