সাবেকদের ক্রিকেটে লেগে গেল গম্ভীর ও শ্রীশান্তের
লেজেন্ডস লিগে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন সাবেক ভারতীয় পেসার এস শ্রীশান্ত ও তাঁর সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। শ্রীশান্তের অভিযোগ, গম্ভীর তাঁকে কোনো রকম প্ররোচনা ছাড়াই ক্রমাগত ‘ফিক্সার’ বলে গেছেন। অন্যদিকে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন গম্ভীর।
সাবেক ক্রিকেটারদের এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে ভারতে। ইন্ডিয়া ক্যাপিটালস নামের দলের অধিনায়কত্ব করছেন গম্ভীর, অন্যদিকে শ্রীশান্ত খেলছেন গুজরাট জায়ান্টসের হয়ে। গতকাল বুধবার সুরাটে শ্রীশান্তের দল গুজরাটকে ১২ রানে হারায় গম্ভীরের ক্যাপিটালস। সে ম্যাচেই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজন।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মাঠের পাশ থেকে করা একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রীশান্ত। সেখানে তিনি অভিযোগ করেন, ‘কোনো প্ররোচনা ছাড়াই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা খুবই নির্দয়, এবং জনাব গৌতম গম্ভীরের এটি বলা উচিত হয়নি। আমি মোটেও কোনো দোষ করিনি, এ ব্যাপারটি এখনো পরিষ্কার করে বলতে চাই। ক্রিকেট মাঠে সরাসরি তিনি যা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়।’
গম্ভীর আগেও অন্য খেলোয়াড়দের সঙ্গে এমন করেছেন, শ্রীশান্ত দাবি করেন সেটি, ‘সে এমনকি বীরু ভাইসহ (বীরেন্দর শেবাগ) নিজের আরও অনেক সিনিয়র ক্রিকেটারদেরই সম্মান করে না।’
অবশ্য গম্ভীর তাঁকে কী বলেছেন, সে সময় শ্রীশান্ত তা সরাসরি উল্লেখ করেননি। তবে দুজনের বাগ্বিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, দুজনকে শান্ত করতে ছুটে এসেছেন দুই আম্পায়ার ও গুজরাট অধিনায়ক পার্থিব প্যাটেল।
তবে আজ ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও পোস্ট করেন শ্রীশান্ত। গম্ভীরের সঙ্গে তাঁর কী হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত বলেন তিনি। ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে ভারতের হয়ে ৯০টি ম্যাচ খেলা শ্রীশান্ত দাবি করেন, ‘সে আমাকে গালি দিয়ে যাচ্ছিল সরাসরি সম্প্রচারিত ম্যাচে, উইকেটের মাঝে, আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করিনি, একটি গালিও দিইনি তাকে। আমি শুধু বলেছি, “তুমি কী বলছ”।’
এরপর তিনি যোগ করেন, ‘এমনকি আমি ব্যাঙ্গ করে হাসছিলামও; কারণ, সে আমাকে বলেই যাচ্ছিল, “ফিক্সার, ফিক্সার, তুমি একটা ফিক্সার… এখান থেকে দূর হও (গালি) ফিক্সার।” সরাসরি সম্প্রচারিত ম্যাচে এ ভাষাই সে ব্যবহার করেছে। আমি সরে গেছি, কিন্তু সে ওই একই শব্দ বলেই যাচ্ছিল। সে কেন এটি বলা শুরু করল, সে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। ওভারের শেষের ঘটনা। কেন সে এটা করতে গেল, কোনো ধারণা নেই আমার।’
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের তিনজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছিল, শ্রীশান্ত তাঁদের একজন। ২০১৯ সালে এসে সুপ্রিম কোর্ট শ্রীশান্তের নিষেধাজ্ঞা বাতিল করেন। ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে সাত বছরের নিষেধাজ্ঞা শেষ হয়।
এদিকে শ্রীশান্তের নাম উল্লেখ করলেও এমন ঘটনার পর ইঙ্গিতপূর্ণ টুইট করেন গম্ভীর। নিজের হাসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বিশ্ব যখন মনোযোগ চাইছে, তখন হাসতে থাকো।’
ভারতের হয়ে একসঙ্গে ৪৯টি ম্যাচ খেলেছেন শ্রীশান্ত ও গম্ভীর। দুজনই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য।