বুমরা কেন ভারতের টেস্ট অধিনায়ক নন, শামি কেন দলে নেই
শুবমান গিলই ভারতের টেস্ট অধিনায়ক, যশপ্রীত বুমরা নন। অথচ রোহিতের অবর্তমানে সর্বশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাই। এমনকি বুমরাকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। কেন?
ভারতকে এমন চিন্তাভাবনা করতে হয়েছে আসলে বুমরার জন্যই। কারণ, ভারতের সেরা ক্রিকেটার বুমরা নিশ্চিতভাবেই দলের সব টেস্ট খেলবেন না। সেরাটা পেতে বুমরাকে খেলানো হবে বেছে বেছে।
নতুন অধিনায়ক ঘোষণার সময়ে এটিই মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার, ‘বুমরা অস্ট্রেলিয়ায় নেতৃত্ব দিয়েছিল। কিন্তু ওকে সব টেস্ট ম্যাচে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয়, আমরা সবার আগে বুমরাকে খেলোয়াড় হিসেবে চাই।’
আগারকার যোগ করেছেন, ‘যখন আপনার ১৫-১৬ জন মানুষকে সামলাতে হবে, তখন সেটি সব সময় বাড়তি চাপ, যা আপনার সামর্থ্যের অনেকখানি নিয়ে নেয়। তাই আমরা বুমরাকে একজন বোলার হিসেবেই পেতে চাই। আশা করি, ওর একটি দারুণ সিরিজ কাটবে। বুমরা আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই ওর সুস্থ থাকা এবং একজন বোলার হিসেবে খেলতে পারা খুব জরুরি। ও নিজেই জানে, এই মুহূর্তে ওর শরীর কেমন।’
গিল এখনো টেস্ট বা ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব করেননি। তবে তিনি পাঁচটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।
সর্বশেষ সিডনি টেস্টে যাঁরা দলে ছিলেন, তাঁদের মধ্যে লোকেশ রাহুলের টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। তিনি তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তবে রাহুলকে হয়তো অধিনায়ক হিসেবে বিবেচনাই করা হয়নি, ‘রাহুল আগে অধিনায়কত্ব করেছিল, কিন্তু তখন আমি নির্বাচক ছিলাম না। আমরা চাই ওর সিরিজটা ভালো কাটুক। একজন অধিনায়ককে এক বা দুই সিরিজের জন্য নির্বাচন করা যায় না। এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।’
গিল এখনো টেস্ট বা ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব করেননি। তবে তিনি পাঁচটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন, ২০২৪ সালের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই হওয়া সিরিজে ভারতের প্রথম সারির অনেক খেলোয়াড় বিশ্রামে ছিলেন। সাদা বলের দুই সংস্করণেই গিল এখন সহ-অধিনায়ক।
আজ ইংল্যান্ড সিরিজের দলও ঘোষণা করেছে ভারত। এই সিরিজের দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। আগে থেকেই অবশ্য এমন একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন ভারতের অন্যতম সেরা পেসার শামি, ‘শামির ওয়ার্কলোড (কাজের চাপ) এখনো যেখানে থাকা উচিত, সেখানে নেই। আমরা আশা করছিলাম সে প্রস্তুত থাকবে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক।’