অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলে হ্যাজলউড, ভারতের স্ট্যান্ডবাই জয়সোয়াল

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলে আছেন পেসার জশ হ্যাজলউডরয়টার্স

ফিট হয়ে ওঠার অপেক্ষায় থাকা জশ হ্যাজলউড থাকবেন কি না, সংশয় ছিল সেটি নিয়েই। শেষ পর্যন্ত এ পেসারকে নিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন ওভালে শুরু হতে যাওয়া ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত।  

পেসার হ্যাজলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ—দুজনই চোট নিয়ে আইপিএল থেকে আগেভাগে ফিরে যান। হ্যাজলউডের জায়গায় মাইকেল নেসারকে নেওয়া হবে, এমন আলোচনাও ছিল। শেষ পর্যন্ত মূল দলে আছেন হ্যাজলউডই। রোববার আইসিসির কাছে ১৫ জনের চূড়ান্ত দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মার্শকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। ১৭ জনের দল থেকে মার্শের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় গেছেন ম্যাথু রেনশও।

আরও পড়ুন

নেসার ও শেন অ্যাবট অস্ট্রেলিয়া দলের অনুশীলনে সহায়তা করবেন। মূল দলে অ্যালেক্স ক্যারির ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে উইকেটকিপার জশ ইংলিসকে। নাথান লায়নের সঙ্গে স্পিনার হিসেবে আছেন টড মার্ফি।

আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটানো জয়সোয়ালকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে
টুইটার

এদিকে ১৫ জনের মূল দলে কোনো পরিবর্তন আনেনি ভারত। তবে স্ট্যান্ডবাই হিসেবে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় আনা হয়েছে যশস্বী জয়সোয়ালকে। জানা গেছে, গায়কোয়াড় বিয়ে করবেন বলে নিজেকে সরিয়ে নিয়েছেন।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন জয়সোয়াল। ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে তিনি ৬২৫ রান তুলেছেন। জয়সোয়ালের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন সূর্যকুমার যাদব ও মুকেশ কুমার।

আরও পড়ুন

আইপিএল থেকে যাঁদের দল আগে বাদ পড়েছে, তাঁরা এরই মধ্যে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন। এ দলে আছেন বিরাট কোহলিও।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এটি হতে যাচ্ছে দ্বিতীয় ফাইনাল। গত আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত।

অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, টড মার্ফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

স্ট্যান্ডবাই: মিচেল মার্শ, ম্যাথু রেনশ।

ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটকিপার)।

স্ট্যান্ডবাই: যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।