হয়ে যাক একটা সেলফি, একটু আড্ডা

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল এখন চট্টগ্রামে। সেখানকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ ম্যাচের আগের দিন ম্যাচ রেফারি, আম্পায়ার, ধারাভাষ্যকার এবং বাংলাদেশের কোচ ও অধিনায়কের অন্য রকম এক আড্ডাই হয়ে গেল। প্রথম আলোর পাঠকদের জন্য প্রাণবন্ত সেই আড্ডার কিছু অংশ ক্যামেরাবন্দী করেছেন শামসুল হক
১ / ৬
আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে জমে উঠেছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের আড্ডা
২ / ৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ধারাভাষ্য দিতে আসা শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পারভেজ মাহরুফ কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্সকে
৩ / ৬
কী কথা আম্পায়ার গাজী সোহেল ও ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে!
৪ / ৬
বলো, ভালো আছ তো! মাঠে শ্রীলঙ্কার দুই সাবেক ক্রিকেটারের দেখা, অতপর জম্পেশ আড্ডা। পারভেজ মাহরুফ (বাঁয়ে) এসেছেন ধারাভাষ্য দিতে, কুমার ধর্মসেনা আম্পায়ারিং করতে
৫ / ৬
আসুন, আপনার একটা ছবি তুলে দিই—এটাই যেন ম্যাচ রেফারি ডেভিড বুনকে বলছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা
৬ / ৬
আড্ডার এক পর্যায়ে কুমার ধর্মসেনার সেলফিতে ডেভিড বুন