বিপিএলে মুশফিকের ‘১০০’

বিপিএলে আটটি দলের হয়ে খেলেছেন মুশফিকুর রহিমছবি: প্রথম আলো

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরি আগেই করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের খেলা স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাও ২৫০ ছুঁই ছুঁই। সেই মুশফিক মিরপুরে আজ ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম ম্যাচ খেললেন মুশফিক। সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটরস ম্যাচটাই বিপিএলে মুশফিকের শততম ম্যাচ।

বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ

আজকের ম্যাচের আগে বিপিএলে মুশফিকের মোট রান ২৫৮২। তাঁর চেয়ে বেশি রান আছে শুধু তামিম ইকবালের—২৬৭৬। বিপিএলে আটটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। এর তিনটিই সিলেটের ফ্র্যাঞ্চাইজি—রয়্যালস, সুপারস্টারস ও স্ট্রাইকার্স। মুশফিক এ ছাড়া খেলেছেন বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের হয়ে। সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।

কোন দলের হয়ে মুশফিকের কত ম্যাচ

আরও পড়ুন