প্রিমিয়ার ক্রিকেটে থাকবে না বিদেশি খেলোয়াড়: ডলার সংকট নাকি অন্য কিছু

ওয়াসিম আকরাম যখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, দুই পাশে মিনহাজুল আবেদীন (ডানে) ও নাঈমুর রহমান (বাঁয়ে)। এমন অনেক তারকা ক্রিকেটারই খেলে গেছেন ঢাকার লিগেফাইল ছবি

২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে কাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম সভায় বসবে সিসিডিএম। সভার আলোচ্যসূচিতে বিষয় তিনটি—২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের দলবদল, ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু এবং অন্যান্য।

আলোচ্যসূচিতে সরাসরি উল্লেখ না থাকলেও ক্লাবগুলোর কানে এরই মধ্যে বাতাসে ভাসা একটা খবর পৌঁছে গেছে, যেটা আলোচ্যসূচির ‘অন্যান্য’ পর্বের ছায়া থেকে অবধারিতভাবেই বেরিয়ে আসবে কালকের সিসিডিএম সভায়। খবরটা হলো, বিসিবি এবারের প্রিমিয়ার লিগ করতে যাচ্ছে বিদেশি ক্রিকেটার ছাড়া। অর্থাৎ প্রিমিয়ার লিগে কোনো দল বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে না। কারণ হিসেবে বর্তমান ডলার–সংকটের কথাই বেশি শোনা যাচ্ছে।

প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় না খেলানোর সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে সিসিডিএমপ্রধান ও বিসিবি পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিসিবি থেকে এ রকম একটা নির্দেশনা থাকলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে কালকের সিসিডিএম সভায়। তিনি বলেন, ‘গতবারই সব ক্লাবের প্রস্তাব ছিল শুধু স্থানীয় ক্রিকেটারদের দিয়ে প্রিমিয়ার লিগ খেলানো যায় কি না। আমরা একটা অ্যাজেন্ডা রেখেছি। কাল ক্লাবগুলোর সভায় এটা তোলা হবে। যা সিদ্ধান্ত হবে, ক্লাবগুলোর সঙ্গে বসেই হবে।’

সিসিডিএমের সভায় অবশ্য ভিন্নমত প্রকাশের রেওয়াজ অনেক দিন থেকেই নেই। কোনো ব্যাপারে বোর্ড থেকে নির্দেশনা থাকলে তো সেটার প্রশ্নই ওঠে না। কারণ, প্রিমিয়ার লিগের ৮ থেকে ৯টি ক্লাবের সঙ্গে বর্তমান বোর্ড পরিচালকেরা সরাসরি সম্পৃক্ত। কেউ কেউ সম্পৃক্ত একাধিক ক্লাবের সঙ্গেও।

বিদেশিরা থাকলে আমাদের খেলোয়াড়েরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তবে বিপিএলে যেহেতু বিদেশি প্রচুর খেলোয়াড় খেলছে, সেটা তো সেখানেই হচ্ছে।
সিসিডিএমপ্রধান মোহাম্মদ সালাউদ্দিন

এ অবস্থায় দু-একটি ক্লাব যদি বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্তের বিরোধিতা করেও, সেটি ধোপে টিকবে না বলেই ধরে নেওয়া যায়। সিসিডিএমপ্রধানের কথায়ও পরোক্ষে সেটাই ফুটে উঠল, ‘বোর্ড থেকে নির্দেশনা আগেই এসেছে। বোর্ডের বাইরে যাওয়ার সুযোগ নেই। তা-ও কাল আলোচনা করে নেব। তবে ক্লাবগুলো এটা অনানুষ্ঠানিকভাবে জানে।’

একটি ক্লাবের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অবশ্য ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আমরা লোকমুখে শুনছি, এবার বিদেশি ক্রিকেটার খেলতে দেবে না। এ ব্যাপারে বোর্ড থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। প্রিমিয়ার লিগ নিয়ে সিসিডিএমের কোনো সভাই তো হয়নি এখনো!’

গতবার গরমের কারণে লিগ খেলতে কষ্ট হয়েছিল ক্রিকেটারদের। এবার তাই লিগ কিছুটা সহনশীল আবহাওয়ার মধ্যে করা যায় কি না, সে চিন্তাও আছে সিসিডিএমের।

আরেক ক্লাবের কর্মকর্তা পড়েছেন অন্য দুশ্চিন্তায়, ‘আমরা এরই মধ্যে দু-একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা করে ফেলেছি। তাদের ধরে নিয়ে বাকি স্থানীয় খেলোয়াড়র নিয়েছি। এখন সেই জায়গাগুলো পূরণ করব কীভাবে?’

আরও পড়ুন

প্রিমিয়ার লিগ থেকে বিদেশি খেলোয়াড় বাদ দেওয়ার চিন্তার একটা কারণ বর্তমান ডলার–সংকট। বিপিএলে সব নিয়মকানুন মেনে বিদেশিদের পাওনা মেটানো হলেও প্রিমিয়ার লিগে প্রায়ই ক্লাবগুলো তা মানে না বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

তবে দু-একটি ক্লাবের দাবি, বড় দলগুলোর ভালো মানের বিদেশি না পাওয়াটাই বোর্ডকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে। যদিও সিসিডিএমপ্রধান সালাহউদ্দিন বিদেশি খেলোয়াড় না খেলানোর অন্য ব্যাখ্যাই দিলেন, ‘স্থানীয় খেলোয়াড়েরা যেন আরও বেশি খেলার সুযোগ পায়, সে জন্যই এই চিন্তা। আবার এটাও ঠিক, বিদেশিরা থাকলে আমাদের খেলোয়াড়েরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তবে বিপিএলে যেহেতু বিদেশি প্রচুর খেলোয়াড় খেলছে, সেটা তো সেখানেই হচ্ছে।’

গতবার গরমের কারণে লিগ খেলতে কষ্ট হয়েছিল ক্রিকেটারদের। এবার তাই লিগ কিছুটা সহনশীল আবহাওয়ার মধ্যে করা যায় কি না, সে চিন্তাও আছে সিসিডিএমের। পবিত্র রোজা সামনে রেখে সেটা কীভাবে সম্ভব, সেই আলোচনাও হবে কালকের সভায়।

আরও পড়ুন