ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে, প্রশ্ন নাজাম শেঠির

এশিয়া কাপের প্রথম দেখায় শাহিন আফ্রিদি ভারতের টপ অর্ডারকে ভালোই ভুগিয়েছেছবি: এএফপি

কলম্বো না হাম্বানটোটা—এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলো শেষ পর্যন্ত কোথায় হবে, তা নিয়ে কম জলঘোলা হয়নি। বৃষ্টির পূর্বাভাসের কারণে টুর্নামেন্টের শেষ পাঁচটি ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে নেওয়া হবে, এমন একটা কথা শোনা যাচ্ছিল।

এসিসি নাকি সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল। তবে এক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এসিসির এমন সিদ্ধান্ত পরিবর্তন পছন্দ হয়নি পিসিবির। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সাবেক পিসিবির প্রধান নাজাম শেঠিও। এই সিদ্ধান্তের পেছনে কলকাঠি নেড়েছে ভারত, নাজাম শেঠি তাঁর কথাতে তেমন ইঙ্গিতই দিয়েছেন।

আরও পড়ুন

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে ভালোভাবেই বৃষ্টি বাগড়া দিয়েছে। পাল্লেকেলেতে ভারত ও পাকিস্তানের ম্যাচটি এক ইনিংস হওয়ার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ভারতের ম্যাচে দ্বিতীয় ইনিংস নেমে আসে ২৩ ওভারে। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল, যদিও ওভার কাটা যায়নি। সুপার ফোরের ভেন্যু কলম্বোতে এখন পর্যন্ত কোনো ম্যাচ হয়নি।

ভারত পাকিস্তান সুপার ফোরে খেলবে ১০ তারিখ
ছবি: এএফপি

সেখানেও আছে বৃষ্টির সম্ভাবনা। সুপার ফোরের শ্রীলঙ্কা পর্বের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর, খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, সেই তারিখে দিনে বৃষ্টির সম্ভাবনা ৭৮ আর রাতে ৮৭ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা আছে পরের ম্যাচগুলোতেও।

এ বৈরী আবহাওয়ার কারণেই কলম্বো থেকে ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়া হয়েছে, সেটি নিশ্চিত করেই নাকি সংশ্লিষ্টদের ই-মেইল দিয়েছিল এসিসি। তবে এক ঘণ্টা না পেরোতেই আরেকটি ই-মেইলে তারা জানায়, আগের সূচি অনুযায়ী কলম্বোতেই হবে ম্যাচগুলো।

আরও পড়ুন

এ সিদ্ধান্তের পেছনে ভারতের ভূমিকা দেখছেন শেঠি। সাবেক এই পিসিবির প্রধান প্রশ্ন তুলেছেন, ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে? টুইটে ম্যাচের তারিখে কলম্বো ও হাম্বানটোটার আবহাওয়ার স্ক্রিনশট শেয়ার করে নাজাম শেঠি লিখেছেন, ‘বিসিসিআই/এসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, বৃষ্টির পূর্বাভাসের কারণে ভারত পাকিস্তানের পরবর্তী ম্যাচের ভেন্যু পরিবর্তন করে কলম্বো থেকে হাম্বানটোটায় নেওয়া হয়েছে। এক ঘণ্টার মধ্যেই তারা তাদের সিদ্ধান্ত বদলে ফেলল, ভেন্যু হিসেবে কলম্বোকে ঘোষণা করল। হচ্ছেটা কী! ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ও হারতে ভয় পাচ্ছে? বৃষ্টির পূর্বাভাস দেখুন!’

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছিল, সব বোর্ডই কলম্বো থেকে হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। এ ব্যাপারে একমাত্র বাধা ছিল লজিস্টিক জটিলতা।

এর আগে বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও খেপেছিলেন নাজাম শেঠি। টুইটে তিনি লিখেছিলেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ভেস্তে গেল। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান থাকতে আমি এসিসিকে সংযুক্ত আরব আমিরাতে খেলা আয়োজনের জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে সুযোগ করে দেওয়ার জন্য দুর্বল অজুহাত দাঁড় করানো হয়েছিল। তারা বলেছিল, দুবাইয়ে খুব গরম। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার যখন এশিয়া কাপ খেলা হয়েছিল বা এপ্রিল ২০১৪ এবং ২০২০ সালের সেপ্টেম্বরে যখন সেখানে আইপিএল খেলা হয়েছিল, তখনো তো সেখানে ততটাই গরম ছিল। খেলার মধ্যে রাজনীতি। এটা ক্ষমার অযোগ্য!’

আরও পড়ুন