‘পাকিস্তানের কোচ নির্বাচন হচ্ছে গায়ের রং দেখে’

পাকিস্তান দলের নতুন প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নছবি: এএফপি

কিছুদিন আগেও পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সাকলাইন মুশতাক, বোলিং কোচের দায়িত্বে উমর গুল। কিন্তু এ দুজন আর পাকিস্তানের কোচিং দলে এখন আর নেই। পাকিস্তান দলের কোচিং স্টাফে এখন যাঁরা আছেন, তাঁরা সবাই বিদেশি।
বিষয়টি ভালো লাগেনি সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজার। কোচিং স্টাফে পাকিস্তানের কারও না থাকার বিষয় নিয়ে পিসিবির বর্তমান প্রধান নাজাম শেঠির সমালোচনা করেছেন তিনি। তাঁর কথা, নাজাম শেঠি গায়ের রং দেখে পাকিস্তানের কোচ নির্বাচন করছেন!

পিসিবি একজন প্রধান কোচ (ব্র্যাডবার্ন) এনেছে, ক্রিকেট সার্কিটে তার কোথাও কোনো কিছুর অভিজ্ঞতা নেই। তার ওপরে পিসিবি আমাদের পুরো দলের দায়িত্ব দিয়ে দিল। এটা শুধু এ কারণেই যে আমাদের চেয়ে তার গায়ের রং আলাদা।
রমিজ রাজা, পাকিস্তানের সাবেক ক্রিকেটার

কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের পরিচালক করা হয়েছে ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থারকে। তিনি ডার্বিশায়ারের কোচ দায়িত্বে থেকেই পাকিস্তান দলের পরিচালক হিসেবে কাজ করবেন।

একই সঙ্গে পাকিস্তান প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্রান্ট ব্র্যাডবার্নকে। এ ছাড়া পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক। আর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আইপিএল দায়িত্ব শেষ করে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে যোগ দেবেন আরেক দক্ষিণ আফ্রিকান মরনে মরকেল।

আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার
ফাইল ছবি

কোচিং স্টাফের সব পদে বিদেশিদের নিয়োগ দেওয়া নিয়ে এর আগে নাজাম শেঠি গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, ‘স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের মহাতারকারা খেলোয়াড়দের কোচিং করাতে পারেন না। একজন বিদেশি কোচ স্বজনপ্রীতি আর পছন্দের খেলোয়াড় দলে নেওয়ার কাজ করবেন না। কিন্তু স্থানীয় কোচরা সেটা করেন। কারণ, এটা আমাদের সংস্কৃতিতেই আছে।’

নাজাম শেঠির এই কথার উত্তর এত দিন পর দিলেন রমিজ রাজা। পাকিস্তানের নিউজ পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে তিনি বলেছেন, ‘পাকিস্তানের কোচদের কাজে না লাগানোটা অন্যায্য। আপনি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে যদি না–ও পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিন। আপনি তো এটা বলতে পারেন না যে তারা রাজনীতি করে এবং কাজের নয়।’

আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা
ছবি : এএফপি

রমিজ এখানেই থামেননি। আগের কথার রেশ ধরে এরপর তিনি যোগ করেন, ‘তারা (পিসিবি)একজন প্রধান কোচ (ব্র্যাডবার্ন) এনেছে, ক্রিকেট সার্কিটে তার কোথাও কোনো কিছুর অভিজ্ঞতা নেই। তার ওপরে পিসিবি আমাদের পুরো দলের দায়িত্ব দিয়ে দিল। এটা শুধু এ কারণেই যে আমাদের চেয়ে তার গায়ের রং আলাদা। তার গায়ের রং ভিন্ন বলেই তারা মনে করছে যে সে কোনো রাজনীতি করবে না।’

আরও পড়ুন