হৃদয়ের সঙ্গে কী হয়েছিল শ্রীলঙ্কার খেলোয়াড়দের

আউট হওয়ার পর কোনো কারণে মেজাজ হারিয়েছিলেন তাওহিদ হৃদয়প্রথম আলো

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন নিত্য-নতুন বিতর্ক। শুরু হয়েছিল ‘নাগিন-নাচ’ দিয়ে, এরপর ‘টাইমড্ আউট’ বিতর্ক। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে দেখা গেল ‘স্নিকো-বিতর্ক’। এরপর আজ সিলেটে তৃতীয় ও শেষ ম্যাচে যোগ হলো বিতর্কের নতুন অধ্যায়। আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন তাওহিদ হৃদয়। তখন হৃদয়কে বেশ উত্তপ্তই মনে হয়েছে।

আরও পড়ুন

ইনিংসের তখন চতুর্থ ওভার। ওভারের প্রথম বলেই নুয়ান তুষারার বলে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন। ক্রিজে আসেন হৃদয়। কিন্তু তুষারার প্রথম বলে হৃদয়ও বোল্ড! লেংথ থেকে হালকা আউট সুইং করে বেরিয়ে যাওয়া বলে স্টাম্প উপড়ে গেছে তাঁর। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় মাঠে।

ফিরে যাওয়ার পথে একবার ঘুরে দাঁড়িয়ে তেড়েও গিয়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডারদের প্রতি
প্রথম আলো

শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে গিয়েছিলেন হৃদয়। সেখানেই ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ, ক্রিজে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার, ড্রিংকস নিয়ে মাঠে ঢোকা তাইজুল ইসলাম। হৃদয় ঠিক কী কারণে খেপেছেন, সেটা অবশ্য জানা যায়নি।

এর আগে দ্বিতীয় ম্যাচে স্নিকো বিতর্কের ঘটনাও ঘটে ম্যাচের চতুর্থ ওভারে। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ জানিয়েছিলেন, টিভি আম্পায়ারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির কাছেও যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন