টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাথী রানি

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ভালো ব্যাটিংয়ের পুরস্কার পেলেন সাথী রানিছবি: ফেসবুক

ভারতের বিপক্ষে মেয়েদের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নতুন মুখ সাথী রানি। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ১৬ সদস্যের দলে জায়গা হলো ২৫ বছর বয়সী এই ব্যাটারের। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ৬ ইনিংসে ব্যাট করে এই ডানহাতি ১৫১ স্ট্রাইক রেটে ২৫৪ রান করেছেন।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক, লতা মণ্ডল, জাহানারা আলম ও ফারিহা ইসলাম। শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না সালমা খাতুন, দিলারা আক্তার, মারুফা আক্তার। এই তিন ক্রিকেটারকে ভারতের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে।

সাথী রানিকে ডাক পেয়েছেন টি–টোয়েন্টি দলে
ছবি: ফেসবুক

গত ২৬ জুন ভারত সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। সেই দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা ও রুমানা আহমেদের। দুই নবনির্বাচিত নির্বাচক সাজ্জাদ হোসেন ও সজল আহমেদ চৌধুরী সেই দল নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, রুমানা ও জাহানারাকে ২০ জনের দলে রাখা হয়নি তাঁদের ফিটনেস ও ফিল্ডিং–সামর্থ্যের ঘাটতির কারণে।

আরও পড়ুন

আগামীকাল বাংলাদেশ নারী দলের টিম হোটেলে ওঠার কথা। কাল ঢাকায় আসবে ভারতীয় নারী দল। ৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১১ ও ১৩ জুলাই হবে বাকি দুই ম্যাচ। ১৬, ১৯ ও ২২ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সব কটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, সালমা ইসলাম ও ফাহিমা খাতুন।