‘আমার কথা বিশ্বাস করুন, পাকিস্তানের সুযোগ আছে’

প্রথম ম্যাচে হেরে গেছে পাকিস্তানএএফপি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে পাকিস্তান। সেটাও এমন একটি দলের কাছে, যারা প্রথমবার খেলছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের কাছে হারের ধাক্কা সামলানোর জন্য খুব বেশি সময়ও পায়নি পাকিস্তান। দুই দিন পর অর্থাৎ আজই তারা খেলবে ভারতের বিপক্ষে।

পাকিস্তান ভারতের বিপক্ষে এমন এক ভেন্যুতে খেলবে, যেখানে এর আগে পাকিস্তান কোনো ম্যাচ খেলেনি। ভারত ম্যাচ খেলেছে দুটি। এখানেই তারা পেয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ ও প্রস্তুতি ম্যাচে জয়। সব দিক থেকেই তাই এগিয়ে ভারত। তবে এমন পরিস্থিতিতেও পাকিস্তানের ভালো সুযোগ দেখছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

আরও পড়ুন

এক্সে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এক ভিডিও বার্তায় বলেছেন, ‘প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সুযোগ আছে কি না? আমার কথা বিশ্বাস করুন, পাকিস্তানের সুযোগ আছে। আমাদের বিশ্বকাপের শুরুটা সব সময়ই এমন হয়। আমরা সব সময়ই শুরুতে লড়াই করি, একমাত্র ১৯৯৯ বিশ্বকাপ ছাড়া। ১৯৯৯ বিশ্বকাপে আমরা দাপট দেখিয়ে ফাইনালে উঠেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে হেরে গিয়েছিলাম।’

শোয়েব এরপর যোগ করেছেন, ‘পাকিস্তান এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। ভারত কঠিন প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে খেলছেন, এটাই কি বড় অনুপ্রেরণা নয়?’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও চাপে থাকা পাকিস্তানকে নিয়ে সতীর্থদের সতর্ক করেছেন।

আরও পড়ুন

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন,‘টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনটাই এমন, যেকোনো কিছু হতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানই ফাইনাল খেলেছিল। যদি প্রতিপক্ষ কোনো ম্যাচ হেরে যায়, তার মানে এই নয় যে তারা আবার হারবে কিংবা খারাপ খেলবে।’